shahid kapoor

মিশার সঙ্গে ছেলে জৈনের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন শাহিদ-মীরা

দিদির স্নেহ ঝরে পড়ছে মিশার চোথমুখ থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৩:৩৯
Share:

দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

মিষ্টি একটি কন্যা সন্তান তো ছিলই। মাস দু’য়েক আগে একটি ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন শাহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুত। শাহিদের মেয়ে মিশা ও জ়ৈনের এক সঙ্গে সময় কাটানোর একটি ছবি এ বার প্রকাশ্যে এল। মেয়ের সঙ্গে ছেলের ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মীরা নিজেই।

Advertisement

সেখানে দেখা যাচ্ছে মিশা খেলা করছে ভাইয়ের সঙ্গে। না, খেলা করছে বললে ভুল হবে, শাহিদের পুত্র দোলনায় শুয়ে আর ছোট্ট দিদি ঠিক তার পাশটিতে দাঁড়িয়ে দোলনা ধরে। একচিলতে মুখ দেখা যাচ্ছে ‘ছোট্ট’ শাহিদের।

শুধু সোশ্যাল মিডিয়া নয়, অনুরাগীদের প্রত্যেকেই অপেক্ষা করছিলেন শাহিদের ছেলের ছবি দেখার। এ বার সেই এক ঝলক ছবি সামনে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভেসে গিয়েছেন দম্পতি।

Advertisement

মিশা আর জ়ৈনের এই ছবিই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

৬ সেপ্টেম্বর মুম্বইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে শাহিদের ছেলের জন্ম হয়। নতুন অতিথিকে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ‘বাত্তি গুল মিটার চালু’ নায়ক। শাহিদ কন্যা মিশার ভাইয়ের নাম রাখা হয়েছে জৈ়ন।

আরও পড়ুন: পিরামিডের নীচে গোপন সুড়ঙ্গের হদিশ! রহস্য বাড়াচ্ছে ‘আন্ডারওয়ার্ল্ড টানেল’

২০১৬-এর ২৬ অগস্ট জন্ম হয় দম্পতির প্রথম সন্তান মিশার। মীরার ঘনিষ্ঠ সূত্র সাংবাদিকদের জানিয়েছেন, খুব কম বয়সেই বিয়ে করেছেন মীরা। মা হয়েছেন। দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে তিনি পরিপূর্ণ সংসার চান। তার পরই শুরু করতে চান প্রফেশনাল কেরিয়ার। গত বছর ৬ সেপ্টেম্বর জন্ম হয় জ়ৈনের।

আরও পড়ুন: এ বার জসলিনের বিয়েতে ‘কন্যাদান’ করতে চাইলেন অনুপ!​

অনেকেই বলছেন মিশা এক্কেবারে ‘বিগ সিস্টার’। ভাইয়ের পাশে যেন পাহারা দিচ্ছে। জ়ৈন পৃথিবীর আলো দেখার আগে মিশাকে ইনস্টাগ্রামে বিগ সিস্টার বলেই অবশ্য পরিচয় দিয়েছিলেন শাহিদ। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, ‘সুপার-ডুপার জুটি অব কপূর সিবলিংস’। শাহিদ ও মীরা সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সক্রিয়। নিজেদের ও প্রিয়জনদের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তাঁরা।

আরও পড়ুন: কোনও প্রাক্তন প্রেমিকই আমন্ত্রিত নন প্রিয়ঙ্কার বিয়েতে, এমনকি ‘তিনি’-ও নন

#playtime with lil missy

A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on

মেয়ের সঙ্গে প্রায়ই নানা ছবি পোস্ট করেন ‘পদ্মাবত’ নায়ক। এবার নিশ্চয়ই ছেলেরও আরও বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আনবেন দম্পতি।

হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement