Advertisement
E-Paper

কোনও প্রাক্তন প্রেমিকই আমন্ত্রিত নন প্রিয়ঙ্কার বিয়েতে, এমনকি ‘তিনি’-ও নন

তাই এখন নাওয়া-খাওয়া ভুলেছেন মধু চোপড়া। প্রিয়ঙ্কা ও নিকের রিসেপশনে আমন্ত্রিতদের সংখ্যা ৩০০ ছাড়াবে না, এমনটা কিন্তু আগেই জানা গিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৪:১৯
প্রিয়ঙ্কা এবং নিক।

প্রিয়ঙ্কা এবং নিক।

দেশে যখন সেজে উঠছে উমেদ ভবন, তখন মার্কিন মুলুকে ‘ব্রাইডাল শাওয়ার’-এর তোড়জোড় তুঙ্গে। কথা হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে।

সাজোসাজো রব চোপড়া পরিবারে। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। তাই এখন নাওয়া-খাওয়া ভুলেছেন মধু চোপড়া। কিন্তু বিশেষ এক জন কিন্তু প্রিয়ঙ্কার বিয়েতে আসবেন না। তিনি কে, তা নিয়েই বলিউডে জল্পনা তুঙ্গে। তাঁর নাম এখনও পর্যন্ত প্রকাশ করেনি প্রিয়ঙ্কার পরিবারও। জানা যায়নি, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রেও। কিন্তু বাদ যে পড়বেন বিশেষ এক বলিউড তারকা, তা মোটামুটি নিশ্চিত।

প্রিয়ঙ্কা ও নিকের রিসেপশনে আমন্ত্রিতদের সংখ্যা ৩০০ ছাড়াবে না, এমনটা কিন্তু আগেই জানা গিয়েছিল। তাই সেই তালিকাও প্রায় চূড়ান্ত। চোপড়া পরিবার ঘনিষ্ঠ, নিকের ঘনিষ্ঠ স্বজন এবং হলিউড-বলিউডে প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ সহকর্মী ছাড়া বেশি কেউ জায়গা পায়নি আমন্ত্রিতদের তালিকায়।

হবু স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উষ্ণ চুম্বন প্রিয়ঙ্কার।

সূত্র বলছে, এই তালিকা থেকে বাদ পড়েছেন শাহিদ কাপুর, হরমেন বাওয়েজা ও বিশেষ এক বলিউড তারকাও? কিন্তু কেন?

আসলে, প্রিয়ঙ্কা চান না তাঁর প্রাক্তন প্রেমিকরা উপস্থিত থাকুন এই বিয়েতে। বিয়ের আসরে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত খোদ প্রিয়ঙ্কারই। তাই পইপই করে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা সংস্থাকে সে বলে দিয়েছে; তাঁর বিয়েতে প্রাক্তনদের ‘নো এন্ট্রি’। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে তালিকা।

এই ছবিটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে

Love, laughter and a room full of amazing ladies...and some special gentlemen (what a special surprise)! Thank you so much @mubinarattonsey and @anjula_acharia for throwing me such a memorable bridal shower that broke all the rules! My amazing friends and family who made me feel so special and loved, thank you. And to top it off @tiffanyandco 😍 Perfect! Here’s sharing it with you...

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

যা থেকে স্বাভাবিক কারণে বাদ পড়বেন শাহিদ কাপুর, হরমন বাওয়েজার ও আরও এক তারকা, জানিয়েছে সেই সূত্র। তবে ওই আরও এক তারকা কে?

‘স্কাই ইজ্ পিঙ্ক’-এর শুটিং ফ্লোরে হবু কনে। সৌজন্য: ইনস্টাগ্রাম।

খোলসা হয়নি, কে বাদ পড়ছেন প্রিয়ঙ্কার বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে। কেউ বলছেন ঋত্বিক রোশন, কেউ আবার বলছেন শাহরুখ খান। কিং খান কি বাদ পড়বেন প্রিয়ঙ্কার বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে? তা স্পষ্ট নয়। সেই তারকা আসলে কে, তা পয়লা ডিসেম্বরের আগে খোলসা হবে না, মনে করছে টিনসেল টাউন।

উমেদ ভবন। এখানেই বসছে বিয়ের আসর।

দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের বিয়েও সামনেই। এই দুই ‘গ্র্যান্ড’ বিয়ে ঘিরে এখন উন্মাদনার তুঙ্গে বি টাউন। সমালোচকরা আবার বলছেন, এ বছরের শীতে বেশ ‘উষ্ণতা’। প্রথমে দীপিকা-রণবীর, তার ঠিক পরে প্রিয়ঙ্কা-নিক এবং শেষ ডিসেম্বরে ক্রীড়া জগতের সাইনা-কাশ্যপ গাঁটছড়া বাঁধতে চলেছেন। উত্তেজনায় এখন নাওয়া-খাওয়া ভুলতে বসেছে রুপোলি ও ক্রীড়া জগৎ।

মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।

Priyanka Chopra Bollywood Actress Actor Bridal Shower Nick Jones Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy