Advertisement
E-Paper

এস‌আইআর: ‘উত্তরপ্রদেশে বৈধ ভোটারের নাম বাদ গেলে এফ‌আইআর করা হবে’, হুঁশিয়ারি অখিলেশ যাদবের

সমাজবাদী পার্টির তরফ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে যে এসআইআরের নামে এনআরসি প্রক্রিয়া বলবতের চেষ্টা করছে বিজেপি সরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০১:২৬
অখিলেশ যাদব।

অখিলেশ যাদব। —ফাইল চিত্র।

উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর হুঁশিয়ারি, বিজেপি যদি এসআইআরের নামে রাজ্যের বৈধ ভোটারদের নাম বাদ দেয়, তবে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।

সমাজবাদী পার্টির তরফ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে যে এসআইআরের নামে এনআরসি প্রক্রিয়া বলবতের চেষ্টা করছে বিজেপি সরকার। যে কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের করার কথা, তা এসআইআর-এর নামে নির্বাচন কমিশনকে দিয়ে করিয়ে নিতে চাইছে বিজেপি সরকার।

অখিলেশ যাদব আরও জানান, বিজেপি সরকার রাজ্যের ভোটার তালিকা বিকৃত করার চেষ্টা করছে। নির্বাচন কমিশনের কাছে থাকা ভোটার তালিকায়‌ও গরমিলের অভিযোগ তুলেছেন তিনি।

২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অখিলেশ বলেন, "তাঁদের উচিত ঘরে ঘরে গিয়ে দলের নীতি ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা এবং বিজেপির কার্যকলাপ থেকে রাজ্যের মানুষকে সতর্ক করা।"

Akhilesh Yadav Uttar Pradesh BJP Samajwadi Party
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy