Rupam Islam

রক থেকে রবীন্দ্রসঙ্গীত! পারমিতার ‘হেমা মালিনী’তে রবীন্দ্রনাথের গান গাইলেন রূপম

রবীন্দ্রগান তিনি আগেও গেয়েছেন। কোনও ছায়াছবিতে এই প্রথম।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০০:০০
Share:

ছায়াছবিতে প্রথম রবীন্দ্রগানে রূপম ইসলাম। ছবি: সংগৃহীত।

মঞ্চে তাঁর গাওয়া ‘আমরা সবাই রাজা’ দর্শকদের দুলিয়ে দিয়েছিল। রবীন্দ্রগানের অ্যালবামও আছে তাঁর। রূপম ইসলাম এ বার ছায়াছবিতে প্রথম রবীন্দ্রসঙ্গীত গাইলেন। পরিচালক পারমিতা মুন্সীর 'হেমা মালিনী' ছবিতে তাঁর কণ্ঠে শোনা যাবে বিরহের গান, ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না’। খবর জেনে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালক, গায়ক উভয়ের সঙ্গে। পারমিতার দীর্ঘ দিনের বন্ধু রূপম। সেই বন্ধুত্বের স্বীকৃতি হিসেবেই ছবিতে তাঁদের যুগলবন্দি, জানিয়েছেন তাঁরা।

Advertisement

রক থেকে রবীন্দ্রসঙ্গীত! যাত্রাপথ কেমন? রূপমের জবাব, ‘‘আগে একটি ছবিতে রবীন্দ্র গান গেয়েছিলাম। ছবিটি মুক্তি পায়নি। পাশাপাশি, সঙ্গীত পরিচালক নীল দত্ত এবং দেবজ্যোতি মিশ্রের জন্য রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। সেগুলো ধারাবাহিকে এবং বিশেষ সঙ্গীত প্রকল্পে ব্যবহৃত হয়েছে। সেই দিক থেকে পারমিতার ছবিতে আমার প্রথম রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠদান। গেয়ে খুব তৃপ্তি পেয়েছি।’’ ছবিতে অন্য সঙ্গীত পরিচালক থাকলেও এই গানটির সঙ্গীত পরিচালনা রূপম নিজেই করেছেন। সঙ্গীতায়োজনে শিবাশিস। এবং বন্ধুত্বের কারণে কোনও পারিশ্রমিকও নেননি তিনি।

পারমিতা মুন্সীর 'হেমা মালিনী' ছবিতে রূপম ইসলামের রবীন্দ্রসংঙ্গীত। ছবি: সংগৃহীত।

এ ছাড়া, রূপমের সঙ্গীত নির্দেশনায় ‘বেডরুম’ ছবির জন‍্য সোমলতার গাওয়া ‘মায়াবন বিহারিণী’ রবীন্দ্রসঙ্গীতটি জনপ্রিয় হয়েছিল। ‘ষড়রিপু ২– জতুগৃহ’ ছবিতে সাহানা বাজপেয়ী তাঁর পরিচালনায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। দর্শকদের-শ্রোতাদের চমক দিতেই কি রূপমকে বাছলেন পারমিতা? প্রশ্ন ছিল পরিচালকের কাছে। তাঁর কথায়, ‘‘রূপম ছোটবেলার বন্ধু। ওঁর ‘ফসিলস’-এর একনিষ্ঠ ভক্ত। তা ছাড়া, রূপমের পরিবারে নজরুলগীতি, রবীন্দ্রনাথের গানের চর্চা আছে। তাই ওঁকেই বেছেছি।’’ তিনি আরও জানিয়েছেন, গায়ক নিজেই গানটি বেছে দিয়েছেন। রবীন্দ্র গানের বিশুদ্ধ গায়কি মেনে গেয়েছেন। ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। রূপমের গান বাজবে নেপথ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement