Marina Kuwar

রাম রহিমকে ‘সেক্স অ্যাডিক্ট’ বললেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী

সম্প্রতি মারিনা জানিয়েছেন, রাম রহিম তাঁকে রাত দু’টোর সময় ফোন করে ছবির চিত্রনাট্য শুনতে ডাকতেন। তিনি সে সময় গেলে রাম রহিম মারিনার শরীরের বিভিন্ন অংশে আপত্তিজনক ভাবে হাত দিতেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ১২:৫৬
Share:

প্রাক্তন বিগ বস প্রতিযোগী মারিনা কুয়ার। ছবি: মারিনার টুইটারের সৌজন্যে।

ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিংহের ‘কীর্তি’ নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলেছেন অনেকেই। এ বার সেই তালিকায় যোগ হল আরও একটি নাম। বাবাকে ‘সেক্স অ্যাডিক্ট’ বলে তোপ দাগলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী মারিনা কুয়ার।

Advertisement

আরও পড়ুন, ‘দঙ্গল’-এর থেকে অনেক বড় ‘সিক্রেট সুপারস্টার’, বললেন আমির

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাত্কারে সম্প্রতি মারিনা জানিয়েছেন, রাম রহিম তাঁকে রাত দু’টোর সময় ফোন করে ছবির চিত্রনাট্য শুনতে ডাকতেন। তিনি সে সময় গেলে রাম রহিম মারিনার শরীরের বিভিন্ন অংশে আপত্তিজনক ভাবে হাত দিতেন। তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন তিনি।

Advertisement

আরও পড়ুন, কঙ্গনার ‘বুড়ো কাকা’ হৃতিক!

মারিনার দাবি, তিনি একবার রাম রহিমের ডেরায় গিয়েছিলেন। সেখানে রাম রহিম তাঁকে জোর করে জড়িয়ে ধরেন। এছাড়া একটি পানীয় খেতে বলেন। যা খেলে তাঁর শরীর-মন থেকে সমস্ত নেতিবাচক ভাবনা দূরে চলে যাবে বলে দাবি করেছিলেম রাম রহিম।

সাক্ষাত্কার দেওয়ার পর গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মারিনা। তাঁর দাবি সকলের সমর্থন পেতেই তিনি রাম রহিমের স্বরূপ সামনে এনেছেন।

সাক্ষাত্কার দেওয়ার পর গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মারিনা। তাঁর দাবি সকলের সমর্থন পেতেই তিনি রাম রহিমের স্বরূপ সামনে এনেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement