‘দেবো কা দেব মহাদেব’র পার্বতী তিনি। টিভি ‘হটি’ সোনারিকা ভাদোরিয়া। দর্শকদের কাছে অসম্ভব জনপ্রিয়।
এ বার তিনি মুঘল-এ-আজমের আনারকলি। শাহির শেখের বিপরীতে অভিনয় করছেন বছর পঁচিশের সোনারিকা।
মুম্বইয়ে বেড়ে উঠেছেন সোনারিকা। প্রথমে যশোধাম হাই স্কুল আর তারপর রূপারেল কলেজে তাঁর পড়াশোনা।
হতে চেয়েছিলেন আইএএস অফিসার। মা-ঠাকুমার উৎসাহে ‘দেবো কা..’তে পার্বতীর ভূমিকায় অভিনয়ের পর অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছে নেন। এই সিরিয়ালে সোনারিকার অভিনয়ের অন্যতম কারণ, তাঁর বাড়ি শিবভক্ত।
তবে ‘দেবো কা..’ সোনারিকার প্রথম সিরিয়াল নয়। ২০১১ সালে ‘তুম দেনা সাথ মেরা’ সিরিয়ালে প্রথম দর্শকরা তাঁকে দেখতে পান। বেশ জনপ্রিয় হয়েছিলেন সোনারিকা।
সোনারিকার বাবা একজন ব্যবসায়ী। মা হোমমেকার। রয়েছে ছোট এক ভাইও।
বয়ফ্রেন্ড বিকাশ পরাশরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি পোস্ট করেন সোনারিকা।
বলিউডে ‘সাঁসে-দ্য লাস্ট ব্রিদ’ নামে একটি হরর ফিল্মে অভিনয় করেছেন তিনি মুখ্য চরিত্রে। নায়িকা হিসাবে কাজ করেছেন তামিল ও তেলুগু ছবিতেও।
বর্তমানে ‘পৃথ্বী বল্লভ’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন সোনারিকা।
টিভির আদিশক্তি পার্বতী সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা ছবি দেওয়ায় ট্রোলডও হয়েছেন। তবে ব্যক্তিগত ভাবে ধর্মপ্রাণ এই টেলি নায়িকা।
যোগাভ্যাসও করেন নিয়মিত। নয় বছর বয়স থেকে মেডিটেশন ও যোগব্যায়াম দিয়েই দিন শুরু করেন বলে জানিয়েছে সোনারিকা।
রক্ষণশীল রাজপুত পরিবারের মেয়েটির সবচেয়ে পছন্দ চকোলেট, চিউয়িং গাম। প্রায় ৩০ রকমের চকোলেট, চিউয়িং গাম তাঁর ব্যাগে সব সময় থাকে।