Spirit Movie Remuneration

‘স্পিরিট’ ছবিতে প্রভাসের পারিশ্রমিক ১৬০ কোটি! বাকি তিন অভিনেত্রীর সঙ্গে নায়কের ফারাক কত?

যে পারিশ্রমিক সাধারণত প্রভাস পান, ‘স্পিরিট’ ছবিতে তার থেকে ১০ কোটি বেশি পেয়েছেন। এ দিকে ছবির তিন নারী চরিত্ররা পেলেন কত টাকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১১:৫৯
Share:

প্রভাসের নায়িকারা পাচ্ছেন কত কোটি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অনাবৃত শরীর, নিম্নাঙ্গে সাবেক লুঙ্গি, চোখে কালো চশমা। এক হাতে মদের বোতল। পুরুষটির ঠোঁটের ফাঁকে রাখা সিগারেটটি ধরিয়ে দিচ্ছে নায়িকা। তার পরনে ধূসর রঙের শাড়ি। সন্দীপ রেড্ডী বাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট ছবির এটাই ছিল প্রভাস ও তৃপ্তি ডিমরীর প্রথম ঝলক। এই ছবির সঙ্গে ‘অ্যানিম্যাল’-এর সাদৃশ্য খুঁজে পেয়েছেন কেউ কেউ। অনেকেই ফের উগ্র পৌরুষের ছায়া দেখতে পেয়েছেন ছবির পোস্টারে। এই ছবিতে যে পারিশ্রমিক সাধারণত প্রভাস পান তার থেকে ১০ কোটি টাকা বেশি পেয়েছেন। এ দিকে ছবির নারী চরিত্রেরা পেলেন কত টাকা?

Advertisement

দেশের বিনোদনজগতে প্রভাস অন্যতম ‘সর্বোচ্চ পারিশ্রমিক’ পাওয়া অভিনেতা। শোনা যাচ্ছে, মোট ১৬০ কোটি টাকা নিচ্ছেন। সাধারণত প্রভাস নেন ১৫০ কোটি। এই ছবিতে আরও ১০ কোটি বেশি পেয়েছেন। ও দিকে, এই ছবির প্রধান অভিনেত্রী তৃপ্তি ডিমরী অবশ্য অনেকেটাই কম পারিশ্রামিক পাচ্ছেন নায়কের তুলনায়। শোনা যাচ্ছে তিনি পাচ্ছেন ৬ কোটি টাকা। এই ছবিতে একটা সময় কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়। এই ছবির সময়েই দীপিকা ৮ ঘণ্টা কাজ করার শর্ত দেন পরিচালককে। মানতে চাননি বাঙ্গা। দীপিকাকে নিয়ে একাধিক মন্তব্য করেন। যদিও দীপিকা নিজের সিদ্ধান্তে এখনও অনড়। তিনি এই ছবি থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। সেই জায়গা নেন তৃপ্তি।

তবে ‘অ্যানিম্যাল’ ছবি খ্যাত এই অভিনেত্রী ছাড়াও আরও দুই অভিনেত্রী রয়েছেন — কিয়ারা আডবাণী ও কীর্তি সুরেশ। সদ্য মা হয়েছে কিয়ারা। ‘স্পিরিট’ ও ‘টক্সিক’ দুই ছবিতেই দেখা যাবে তাঁকে। তিনি নাকি এই ছবির জন্য পেয়েছেন ৩ কোটি টাকা। এই একই সংখ্যার পারিশ্রমিক পেয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবির আর এক অভিনেতা অনন্ত নাগ পেয়েছেন ২ কোটি। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement