প্রভাস কি নগ্ন হবেন বাঙ্গার ছবিতে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বড়পর্দায় এ বার নগ্ন দৃশ্যে প্রভাস! সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘স্পিরিট’-এ অভিনয় করছেন তিনি। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু, দক্ষিণী তারকা কি ছবিতে নগ্ন হবেন?
ছবির ঝলকে অবশ্য কোনও দৃশ্য বা ছবি নেই। কেবল কয়েকটি সংলাপ শোনা যাচ্ছে। প্রভাসের ৪৬তম জন্মদিন উপলক্ষে এই ঝলক প্রকাশ্যে এনেছেন বাঙ্গা। কথোপকথন হচ্ছে দুই পুলিশকর্মী ও এক বন্দির মধ্যে। এক পুলিশকর্মী তার অধঃস্তন কর্মীকে বলছেন, “আরে, ওর জামাকাপড় খোল।” সেই বন্দির কণ্ঠ আসলে প্রভাসের, যা নেপথ্যে শোনা যাচ্ছে। এখান থেকেই অনুরাগীরা জল্পনা শুরু করেছেন, প্রভাস কি নগ্ন হবেন সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবিতে?
অন্ধ্রপ্রদেশের এক সংবাদমাধ্যমও দাবি করেছে, আসন্ন একটি ছবিতে নগ্ন হবেন প্রভাস। এর আগে বাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এ নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন রণবীর কপূর। তাই অনুরাগীদের অনুমান, এ বার পরিচালকের ছবিতে দক্ষিণী তারকাকেও নগ্ন অবস্থায় দেখা যাবে। বাঙ্গা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘অ্যানিম্যাল’-এ নগ্ন দৃশ্যের জন্য কোনও প্রস্থেটিক ব্যবহার করেননি রণবীর। প্রভাসের নগ্নদৃশ্য তিনি কী ভাবে তুলে ধরেন, সেই অপেক্ষায় তাঁর অনুরাগীরা। প্রভাসের বদলে তাঁর ‘বডি ডাবল’ ব্যবহার করা হবে কি না, সেই প্রশ্নও উঠছে।
এই ছবিতেও রয়েছে বেশ কিছু লড়াইয়ের দৃশ্য। ‘স্পিরিট’ ছবিতে প্রথমে প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্ত রাখায় বাদ পড়তে হয় তাঁকে। জানা যাচ্ছে, দীপিকার বদলে তৃপ্তি ডিমরীকে দেখা যাবে এই ছবিতে।