শাহরুখ-পত্নী গৌরী খানের রেস্তরাঁর খাবারের দাম প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।
মুম্বই শহরের বুকে অন্যতম বিলাসবহুল রেস্তরাঁ গৌরী খানের ‘তরী’। এই রেস্তরাঁর অন্দরসজ্জা মুম্বইবাসীর কাছে বিশেষ আকর্ষণের। সেখানকার খাবারেও রয়েছে নাকি বিশেষ চমক। এ বার প্রকাশ্যে এল ‘তরী’র খাবারের দাম।
নানা রকমের খাবারের সম্ভার রয়েছে এই রেস্তরাঁয়। ডাম্পলিং থেকে শুরু করে নানা রকমের স্যালাড রয়েছে মেনুতে। এমনকি কিছু খাবারের দাম প্রায় ৫০০০ ছুঁইছুঁই। ‘সামার ভেজিটেবিল সুই’-এর দাম ৯৫০ টাকা এই রেস্তরাঁয়। ট্রাফ্ল্ এডমামে নামে একটি পদের দামও ৯৫০ টাকা। ‘টোরি ভেজ গিয়োজ়া’ নামে এক ধরনের ডাম্পলিং পাওয়া যায় শাহরুখ-পত্নীর রেস্তরাঁয়। এক প্লেটের দাম ১৫০০ টাকা। ৫০০ টাকা থেকে শুরু করে ১১০০ টাকা দামের স্যালাড রয়েছে তাঁদের সম্ভারে। আইস বার্জ স্যালাডের দাম ৫০০ টাকা আর সাশিমি স্যালাডের দাম ১১০০ টাকা। সাশিমি স্যালাড এক বিশেষ জাপানি খাবার থেকে অনুপ্রাণিত। স্যামন ও টুনা মাছ দিয়ে তৈরি হয় এই বিশেষ স্যালাড।
জাপানের বেশ কিছু খাবার পাওয়া যায় এই রেস্তরাঁয়। যেমন এনোকি মাশরুম টেমপুরার দাম ৬০০ টাকা। অন্য দিকে পদ্মফুলের গোড়া দিয়ে তৈরি হয় এক বিশেষ ধরনের খাবারের দাম ৭৫০ টাকা। চিকেন ইয়াকিতোরি নামে মুরগির মাংসের একটি পদের দাম ৮০০ টাকা। ভেড়ার মাংসের দু’টি বিশেষ পদ রয়েছে এই রেস্তরাঁয় যেগুলির দাম ৩৮০০ টাকা ও ৪৭০০ টাকা। সামুদ্রিক খাবার অর্থাৎ সি-ফুডপ্রেমীদের জন্যও রয়েছে চমক। নরওয়ের কায়দায় তৈরি স্যামন মাছের দাম ১৯০০ টাকা। চিংড়ি মাছের একটি অতিজনপ্রিয় পদ পাওয়া যায় ৬৫০ টাকায়।
কিছু দিন আগে একটি বিতর্কে জড়িয়েছিল গৌরীর রেস্তরাঁ। অভিযোগ ছিল, এই রেস্তরাঁ নাকি নকল পনির বিক্রি করছে। এক নেটপ্রভাবী এই অভিযোগ এনেছিলেন।