‘লজ্জা হওয়া উচিত, দয়া করে অনুষ্কাকে ব্যঙ্গ করা বন্ধ করুন’

ম্যান অফ দ্য মোমেন্ট! হ্যাঁ, এখন এটাই বিরাট কোহলির স্টেটাস। তাঁর খারাপ ফর্মের জন্য তো বটেই, এখন তাঁর ভাল পারফরম্যান্সের জন্যও সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছেন অনুষ্কা শর্মা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ১৬:০৬
Share:

ম্যান অফ দ্য মোমেন্ট!

Advertisement

হ্যাঁ, এখন এটাই বিরাট কোহলির স্টেটাস।

তাঁর খারাপ ফর্মের জন্য তো বটেই, এখন তাঁর ভাল পারফরম্যান্সের জন্যও সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছেন অনুষ্কা শর্মা। গত রবিবার থেকেই ওয়েব ওয়ালে অনুষ্কাকে ব্যঙ্গ করে ধন্যবাদ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, তিনি বিরাটের জীবন থেকে সরে হিয়েছেন বলেই নাকি বিরাট মাঠে তাঁর পারফরম্যান্স ফিরে পেয়েছেন!

Advertisement

আরও পড়ুন, গর্জে উঠল বিরাটের ব্যাট, গালি খাচ্ছেন অনুষ্কা!

ঠিক এই জায়গা থেকেই প্রতিবাদ করলেন বিরাট। টুইট করে বললেন, ‘অনুষ্কাকে ব্যঙ্গ করা বন্ধ করুন। যাঁরা অনেক দিন ধরে এটা করছেন, তাঁদের লজ্জা হওয়া উচিত। তাঁরা আবার নিজেদের শিক্ষিত বলে দাবি করেন! আমার খেলাতে তো অনুষ্কার কোনও কন্ট্রোল নেই! বরং সবসময় ও আমাকে পজিটিভ ভাবেই মোটিভেট করেছে। ওর উপর শ্রদ্ধা রেখে কথা বলুন। ভাবুন, আপনার মা, বোন অথবা বান্ধবীর কথা, তাঁদের ব্যঙ্গ করলে আপনাদের কেমন লাগত?’

ঠিক এখানেই সঠিক সময়ে অনুষ্কার পাশে দাঁড়িয়ে বিরাট ম্যান অফ দ্য মোমেন্ট! অনেকেই ভেবেছিলেন, যে হেতু সম্পর্ক ভেঙে গিয়েছে, তাই হয়তো বিরাট অনুষ্কার অপমান দেখেও চুপ করে থাকবেন। কিন্তু না! সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে প্রকাশ্যেই প্রতিবাদ করলেন বিরাট।


বিরাটের সেই টুইট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement