এমনটাই বলছেন মডেল-অভিনেত্রী গওহর খান

ব্যক্তিগত জীবনে আমি বদলাইনি: গওহর খান

‘ইশকজ়াদে’তে গওহরের অভিনয় প্রশংসিত হয়েছিল। কিন্তু তিনি কি বলিউডে স্টিরিয়োটাইপড?

Advertisement

রূম্পা দাস

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০০:০৩
Share:

গওহর

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও গওহর খান পরিচিত মুখ। মিউজ়িক ভিডিয়ো, সঞ্চালনা, ‘বিগ বস’-এর মতো শোয়ে জয় থেকে শুরু করে অভিনয়... গওহর জমিয়ে বসেছেন বলিউডে। তাঁর বলিষ্ঠ চরিত্র ও স্পষ্টবাদী স্বভাবের জন্যও তিনি জনপ্রিয়। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে ‘দি অফিস’ নামের ওয়েব সিরিজ়ে রিয়া পাহওয়ার চরিত্রে। গওহর বললেন, ‘‘আমিও রিয়া নামের চরিত্রটির মতোই। স্ট্রং, স্বাধীনচেতা, যথেষ্ট আত্মবিশ্বাসী। আর এখন নিজের একটা কোম্পানি আছে বলে এই চরিত্রে অভিনয়টাও অনেক সহজ হয়ে গিয়েছে।’’ প্রসঙ্গত, গওহর সম্প্রতি নিজের নামে একটি ক্লোদিং লাইন খুলেছেন।

Advertisement

বাকি নায়িকাদের মতোই কি নিজস্ব ব্যবসা খুললেন? ‘‘অনেকেই ক্লোদিং লাইনের মুখ হচ্ছে। সেখানে তাঁরা শুধুই ব্র্যান্ডটিকে রিপ্রেজ়েন্ট করছেন। এখানে কোম্পানির ভাবনা, ইনভেস্টমেন্ট, প্রোডাকশন... সব আমার,’’ মন্তব্য অভিনেত্রীর।

‘ইশকজ়াদে’তে গওহরের অভিনয় প্রশংসিত হয়েছিল। কিন্তু তিনি কি বলিউডে স্টিরিয়োটাইপড? অভিনেত্রী বলছেন, ‘‘যৌনকর্মী, নৃত্যশিল্পী, সিঙ্গল মাদার... অনেক চরিত্র করেছি। যেমন চরিত্রই হোক, আমাকে সেই ধাঁচে ফেলা যায়।’’ তবে স্বীকার করে নিলেন, বেশ কম ছবিই করছেন। বরং ঠিক ছবি নির্বাচনে গুরুত্ব দিচ্ছেন। নানা বিষয় নিয়ে গওহর বরাবরই সরব। সম্প্রতি ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার কারণে অভিনয় ছেড়েছেন জ়াইরা ওয়াসিম। গওহর বললেন, ‘‘ধর্ম হোক বা সংস্কৃতি... যে সিদ্ধান্তই কেউ নিক না কেন, সেটা তাঁর ব্যক্তিগত। মতটি না মানলেও সিদ্ধান্তকে সমর্থন করতে শেখাটা জরুরি।’’

Advertisement

সম্পর্কে বিচ্ছেদ, কেরিয়ারের ওঠা-পড়া... গওহরের জীবনে এসেছে নানা রং। লোকে তাঁকে ভুলও বোঝেন। তিনি বলছেন, ‘‘যে ভাবে আমি কথা বলি, তাতে অনেকেই আমাকে ইন্টিমিডেটিং বলে মনে করেন। কিন্তু ঘনিষ্ঠরা জানেন, আমি কেমন। কাজের অভিজ্ঞতা বেড়েছে আমার। কিন্তু ব্যক্তিগত জীবনে বদলাইনি আমি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন