Shah Rukh Khan

কেন বাবার ধর্মই বেছে নেন শাহরুখ-পুত্র? আরিয়ানকে নিয়ে মুখ খুলেছিলেন গৌরী

সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন তাঁরা। কাউকেই পরস্পরের সঙ্গে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৮:৪৪
Share:

কেন বাবার ধর্মই বেছে নিয়েছেন আরিয়ান খান? ছবি: সংগৃহীত।

প্রেম খাঁটি হলে, কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। এর সবচেয়ে বড় প্রমাণ শাহরুখ খান ও গৌরী খানের জুটি। কলেজ জীবন থেকে তাঁদের প্রেম। দু’জন ভিন্ন ধর্মের। এছাড়াও নানা ধরনের বাধা এসেছে প্রেমের পথে। কিন্তু সে সব তোয়াক্কা না করেই চারহাত এক করেছিলেন তাঁরা। সেই সম্পর্ক আজও রয়েছে অক্ষত। আজও বলিউডের ‘পাওয়ার কাপল’ শাহরুখ-গৌরী।

Advertisement

সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন তাঁরা। কাউকেই পরস্পরের সঙ্গে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, “আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের উপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই না, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।”

তবে ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন। গৌরী বলেছিলেন, “আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল, ‘আমি মুসলিম’, আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।”

Advertisement

প্রতি রাতে প্রার্থনা করে তার পর ঘুমোতে যান আরিয়ান। প্রথমে মায়ের মতো করে, তার পরে বাবার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি।

আরিয়ান প্রায়ই চর্চায় উঠে আসেন। তবে পর্দার সামনে অভিনয় করতে আগ্রহী নন শাহরুখ-পুত্র। তাঁর আগ্রহ ছবি পরিচালনায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement