(বাঁ দিক থেকে) গৌরী খান, আরিয়ান খান, শাহরুখ খান। ছবি: সংগৃহীত।
ধর্ম যে কখনওই ভালবাসার ক্ষেত্রে অন্তরায় হতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ শাহরুখ খান ও গৌরী খান। দীর্ঘ ৩৪ বছরের দাম্পত্যজীবন তাঁদের। দু’জন ভিন্ন ধর্মের মানুষ। নানা ধরনের বাধা এসেছে তাঁদের প্রেমের পথে। কিন্তু সে সব তোয়াক্কা না করেই চারহাত এক করেছিলেন তাঁরা। সেই সম্পর্ক আজও অক্ষত। সংসারে নিজেদের ধর্ম নিয়েও সব সময় ভারসাম্য বজায় রেখেছেন তাঁরা। বাড়িতে গণেশপুজো যেমন হয়, তেমনই ইদ পালন করেন সকলে মিলে। তেমনই বড়দিনও পালন করে খান পরিবার। যদিও ছেলে আরিয়ান খান অবশ্য নিজেকে ‘মুসলিম’ বলে ঘোষণা করেছেন।
আরিয়ানকে নিয়ে উৎসাহের অন্ত নেই সমাজমাধ্যমে। অন্য তারকাদের সন্তানদের মতো নয়। ক্যামেরা দেখলেই হাসার পাত্র নন, বরং ক্যামেরা দেখলেই এড়িয়ে যান। নিজের কেরিয়ার বেছেছেন ক্যামেরার পিছনেই। নিজের প্রথম ওয়েব সিরিজ়ের কাজ ইতিমধ্যেই শেষ করেছেন। অভিনেতা নন, আরিয়ান পরিচালক হতে চান। যদিও ছেলের ধর্ম প্রসঙ্গে গৌরী বলেন, ‘‘আরিয়ান প্রথম থেকেই বলেছিল, ও মুসলিম।’’
এক সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, “আমরা ভারসাম্য বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের উপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই নয়, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।” যদিও ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন। গৌরী বলেন, “আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। ও যখন বলেছিল, ‘আমি মুসলিম’, আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।”