Diljit Dosanj

দিলজিতের ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া! ‘সর্দারজি ৩’-এর উপর কড়া নিষেধাজ্ঞা

বিতর্কের সূত্রপাত পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে। দিলজিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ০৯:৫০
Share:

দিলজিতের ছবিতে হানিয়াকে নিয়ে বিতর্ক। ছবি: সংগৃহীত।

বিতর্ক পিছু ছাড়ছে না দিলজিৎ দোসাঞ্জের। তাঁর আসন্ন ছবি ‘সর্দারজি ৩’ নিয়ে গত কয়েক দিন ধরেই বিতর্ক তুঙ্গে। শেষ পর্যন্ত ছবি মুক্তিতেও পড়ল বাধা। আপাতত ভারতে মুক্তি পাচ্ছে না এই ছবি। বিতর্কের সূত্রপাত পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে। দিলজিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। এমনকি, পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও বন্ধ করা হয়েছে ভারতে। বলিউডের বেশ কয়েকটি ছবির পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে পাক শিল্পীদের মুখ। ‘সর্দারজি ৩’ থেকে হানিয়াকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু পহেলগাঁও হত্যাকাণ্ডের বেশ কিছু দিন আগেই শেষ হয়ে গিয়েছিল দিলজিতের ছবির শুটিং। তাই হানিয়াকে নিয়েই সেই ছবির কাজ শেষ করতে হয় পঞ্জাবি শিল্পীকে।

ছবির ঝলক মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই ঝলকেই স্পষ্ট, কোনও ভাবেই সরিয়ে দেওয়া যায়নি হানিয়াকে। তিনি ছবিতে রয়েছেন। তবে সেই ঝলক ইউটিউবে ভারতীয় দর্শকেরা দেখতে পাচ্ছেন না। নির্মাতারাই এই ছবির ঝলক ভারতীয়দের জন্য প্রকাশ করেননি। তাই ভারতে এই ছবি মুক্তি পাচ্ছে না। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিলজিৎ নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন, “২৭ জুন ‘সর্দারজি ৩’ শুধুমাত্র আন্তর্জাতিক মহলেই মুক্তি পাচ্ছে।”

Advertisement

ছবিতে হানিয়া ছাড়াও নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবার মতো পাকিস্তানি অভিনেতা রয়েছেন। কিছু দিন আগেই, ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়’ (এফডব্লুআইসিই)-র সভাপতি বিএন তিওয়ারি দিলজিতের নিন্দায় সরব হন। এমনকি, ভারতের বিনোদন জগৎ থেকে তাঁকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। এই সব পরিস্থিতির কথা মাথায় রেখে দিলজিৎ তাঁর ছবিকে ভারতে মুক্তি না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement