Deepika Padukone

সিদ্ধার্থ থেকে রণবীর, প্রাক্তন প্রেমিকের দীর্ঘ তালিকা! সপাটে জবাব দিয়েছিলেন দীপিকা

বিজয় মাল্যের পুত্র সিদ্ধার্থ মাল্যের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন দীপিকা। এর পরে ২০০৮ সালে ‘বচনা অ্যায় হসিনো’ ছবির সেটে রণবীর কপূরের সঙ্গে প্রথম দেখা দীপিকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২০:০১
Share:

সিদ্ধার্থ ও রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলেছিলেন দীপিকা? ছবি: সংগৃহীত।

বলিউডের ডিভা তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন। বর্তমানে তিনি রণবীর সিংহের ঘরনি। এক সন্তানের মা। কিন্তু একটা সময়ে দীপিকার প্রেমিকের তালিকা বেশ দীর্ঘ ছিল। এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকদের প্রসঙ্গে সপাটে জবাব দিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

বিজয় মাল্যের পুত্র সিদ্ধার্থ মাল্যের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন দীপিকা। এর পরে ২০০৮ সালে ‘বচনা অ্যায় হসিনো’ ছবির সেটে রণবীর কপূরের সঙ্গে প্রথম দেখা দীপিকার। সেখান থেকে প্রেম শুরু অভিনেত্রীর। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি তাঁর। শোনা যায়, রণবীরই সম্পর্কে প্রতারণা করেছিলেন।

সিদ্ধার্থের সঙ্গে বিচ্ছেদের পরে রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন দীপিকাকে তাঁর প্রেম জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে অভিনেত্রী বলেছিলেন, “আমি লক্ষ করেছি, আমার সাক্ষাৎকারে অন্য বিষয় নিয়েই আলোচনা বেশি হয়।” সেই সঙ্গে দীপিকা আরও বলেছিলেন, “আমার বড় হয়ে ওঠার ধরন সম্পূর্ণ ভিন্ন। বেঙ্গালুরুর খুবই সাধারণ ও সুরক্ষিত পরিবার থেকে এসেছি আমি। আমার বাবা-মা এবং অন্য যে কোনও সম্পর্কই খুব মজবুত। তাই বড় হওয়ার সময়ে তেমন ভালবাসা পেয়েই বড় হয়েছি আমি।”

Advertisement

ভিতর থেকে নিজে খুবই সংবেদনশীল মানুষ বলেও দাবি করেছিলেন দীপিকা। সিদ্ধার্থ মাল্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সম্পর্ক ভাঙার পরেও দীপিকার সঙ্গে তাঁর সৌজন্যের যোগাযোগ ছিল।

রণবীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পরে ভেঙে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এর পরে রণবীর সিংহের সঙ্গে পরিচয় অভিনেত্রী। ‘রামলীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে দু’জনের প্রেম শুরু। দীর্ঘ দিন সম্পর্কে থেকে ২০১৮ সালে বিয়ে করেছিলেন দু’জনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement