ড্রেসিংরুমে বউয়ের জন্মদিন পালন ভাজ্জির!

বিয়ের পর বউয়ের এটা প্রথম জন্মদিন। আর তা ধুমধাম করে পালন হবে না তাও আবার হয় নাকি? তাই গীতা বসরার জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করেছিলেন হরভজন সিংহ। সারপ্রাইজটা যে এত সুন্দর হবে তা বোধহয় ভাবেননি গীতা নিজেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ১২:৪৭
Share:

গীতার বার্থডে সেলিব্রেশন। ছবি: টুইটারের সৌজন্যে।

বিয়ের পর বউয়ের এটা প্রথম জন্মদিন। আর তা ধুমধাম করে পালন হবে না তাও আবার হয় নাকি? তাই গীতা বসরার জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করেছিলেন হরভজন সিংহ। সারপ্রাইজটা যে এত সুন্দর হবে তা বোধহয় ভাবেননি গীতা নিজেও।

Advertisement

টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ড্রেসিংরুমেই গীতা বসরার জন্মদিন পালন করল ধোনি ব্রিগেড। গীতা একন প্রায়ই হরভজনের সঙ্গে ট্রাভেল করেন। সেই সূত্রে প্রায় সকলেই তাঁর পরিচিত। এ বার ৩২ তম জন্মদিন গীতা সেলিব্রেট করলেন হরভজন এবং ধোনি, রায়না, রবি শাস্ত্রীদের সঙ্গে। তাঁর জন্যে স্পেশাল চকোলেট কেক আনা হয়েছিল। হরভজনকে পাশে নিয়ে সেই কেক কাটেন গীতা। একে অন্যকে খাইয়েও দেন। পাশে তখন দর্শক ধোনি, ধবন সব গোটা টিম ইন্ডিয়া।

আরও দেখুন

Advertisement

বিয়ের আগে গীতা-হরভজন

গীতা-হরভজনের বিয়ের সাতকাহন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement