Valentine's Day

আমাল আমার চিরকালের ভ্যালেন্টাইন

ভালবাসার দিনের আগেই জর্জ ক্লুনির স্বীকারোক্তি২০১৬-য় দ্বিতীয় স্ত্রী আমালের সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনায় উচ্ছ্বসিত হয়ে উঠেছিল মহিলামহল। কিন্তু সব রটনা উড়িয়ে কিছু দিন পরেই যমজ সন্তান আসে জর্জ-আমালের সংসারে। প্রেমের সপ্তাহ শুরুতে এক সাক্ষাৎকারে জর্জ প্রকাশ্যে জানালেন, আমালই তাঁর সব।

Advertisement
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২০
Share:

বয়স ষাটের দিকে এগোচ্ছে। তবু তিনি আজও বহু অষ্টাদশীর স্বপ্নের পুরুষ। কারণ, তিনি জর্জ ক্লুনি। যখন তাঁর ক্যাসানোভা ইমেজ নিয়ে নানা গুজব ছড়াত, তখন সকলে তাঁকেই সমর্থন করত, ‘‘দোষ কী! ওই রকম হ্যান্ডসাম!’’

Advertisement

২০১৬-য় দ্বিতীয় স্ত্রী আমালের সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনায় উচ্ছ্বসিত হয়ে উঠেছিল মহিলামহল। কিন্তু সব রটনা উড়িয়ে কিছু দিন পরেই যমজ সন্তান আসে জর্জ-আমালের সংসারে। প্রেমের সপ্তাহ শুরুতে এক সাক্ষাৎকারে জর্জ প্রকাশ্যে জানালেন, আমালই তাঁর সব। বলেছেন, ‘‘ওকে দেখেই মনে হয়েছিল, ওর জন্য জীবন দিয়ে দিতে পারি। কারও জন্য এ রকম মনে হয়নি। জানেন, আমি কখনও পিতৃত্বকে গুরুত্বই দিতাম না। কিন্তু আমাল জীবনে আসার পর, ওর সঙ্গে পৃথিবীর সব সৌভাগ্য ভাগ করে নিতে চাইলাম। দাম্পত্য, সন্তানসুখ সব কিছুর জন্য ধন্যবাদ আমালকে। তুমিই আমার মিস রাইট, আমার একমাত্র ভ্যালেন্টাইন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement