Celebrity Gossip

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত! একফালি রোদ গায়ে মেখে কার ক্যামেরায় ধরা দিলেন পরিচালক তথাগত?

সদ্য প্রেমের কথা প্রকাশ্যে। তার পরেই এই ধরনের ছবি! স্বাভাবিক ভাবেই জোর চর্চায় তথাগত-আলোকবর্ষা। প্রেমিকাই কি ছবি তুলে দিলেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪০
Share:

এ কোন তথাগত মুখোপাধ্যায়! ছবি: আনন্দবাজার অনলাইন গ্রাফিক।

নানা কারণে তথাগত মুখোপাধ্যায় আপাতত শিরোনামে। কখনও তাঁর আগামী ছবি ‘রাস’ নিয়ে, কখনও সদ্য প্রকাশ্যে আসা তাঁর প্রেমজীবন নিয়ে। রবিবার রাত থেকে পরিচালক চর্চায় তাঁর একটি ছবিকে ঘিরে! সেই ছবি অবশ্য চর্চা করার মতোই। এই প্রথম পরিচালক-অভিনেতা অনাবৃত ঊর্ধ্বাঙ্গ ফ্রেমবন্দি!

Advertisement

শুটিং নয়, তিনি যে অবসরে ঘরবন্দি, সে কথা ছবিতেই স্পষ্ট। তাঁর আদুর গায়ে একফালি রোদ। সেই রোদ ছায়া ফেলেছে পিছনের দেওয়ালে। সেখানে খোলা জানালার আভাস স্পষ্ট। কোলের কাছে বালিশ রেখে তাতে ভর দিয়ে বসে তথাগত। আনমনা তাকিয়ে সামনের দিকে।

এ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তথাগতের প্রেমিকা আলোকবর্ষা বসু। তাঁর নাম প্রথম প্রকাশ্যে এনেছে আনন্দবাজার অনলাইন। ছবিও কি তিনিই তুলে দিয়েছেন? প্রশ্ন ছিল পরিচালকের কাছে। তথাগতের গলায় লজ্জার আভাস স্পষ্ট। তিনি বললেন, “উত্তর কলকাতায় বেড়ে ওঠা ছেলে তো। বাড়িতে থাকলে অনেক সময় খালি গায়ে থাকি। তেমনই এক মুহূর্ত ক্যামেরায় ধরেছে আলোক। তার পর ভাগ করে নিয়েছে সকলের সঙ্গে। আমিও পরে সেটি ভাগ করে নিই।” এ-ও জানান, কখনও তিনি এই ধরনের ছবি তোলার কথা ভাবেননি। পুরোটাই ঘটিয়েছেন তাঁর প্রেমিকা। পরে দেখে মনে হয়েছে, খুব খারাপ হয়নি সেটি।

Advertisement

সুগঠিত পেশি বলছে, নিয়মিত শরীরচর্চায় অভ্যস্ত তথাগত। দরাজ হেসে দাবি পরিচালকের, “ক্যামেরার সামনে নিজেকে ঠিক দেখাতে যেটুকু শরীরচর্চা করার দরকার, সেটুকুই করি মাঝেসাঝে। তা-ও নিয়মিত নয়। শুটিংয়ের চাপে গত ছ’মাস শরীরচর্চা করতেই পারিনি। হয়তো কাজের চাপে ওজন ঝরেছে। তাই এ রকম দেখাচ্ছে।”

রসিকতা করেছেন, পুরোটাই চিত্রগ্রাহকের হাতযশ আর তাঁর ক্যামেরার কেরামতি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement