Govinda Gossip

অশিক্ষিত হয়েও শিক্ষিতদের সঙ্গে পাল্লা দিচ্ছিলাম, খুন করতে গুন্ডা পাঠিয়েছিল: গোবিন্দ

কেন অভিনয় ছেড়ে রাজনীতিতে এলেন গোবিন্দ? বিয়ে ভাঙার গুঞ্জন থামতেই মুখ খুললেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১১:২৩
Share:

গোবিন্দর প্রাণসংশয়?

গত বছরের শেষ থেকে চর্চায় গোবিন্দ। কখনও পায়ে গুলি লাগা নিয়ে, কখনও বিবাহবিচ্ছেদের কারণে। ৩৭ বছরের বিয়ে ভাঙছে অভিনেতার পরকীয়ার কারণে! এমনই রব উঠেছিল বলিউডে। তাঁর স্ত্রী সুনীতা আহুজাও সেই সময়ে এমন কিছু দ্বর্থ্যক মন্তব্য করেছিলেন, যার জেরে সেই গুঞ্জন প্রায় সুনামিতে পরিণত হয়েছিল। যদিও দিন কয়েক আগে দায়িত্ব নিয়ে তাতে জল ঢেলেছেন সুনীতাই। তাঁর দাবি, এখনও এমন কেউ জন্মায়নি যে গোবিন্দ-সুনীতাকে আলাদা করবে। এ বার গোবিন্দর পালা। তিনি সরব, বলিউড থেকে মুছে দিতে তাঁকে নাকি খুনের চেষ্টা করা হয়েছিল!

Advertisement

অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দাবি, বলিউড তাঁর জনপ্রিয়তা সহ্য করতে পারছিল না। কারণ হিসাবে তাঁর যুক্তি, “কম লেখাপড়া জানি, অশিক্ষিত। শিক্ষিতদের সমাজে ঢুকে পড়েছিলাম। পাল্লা দিচ্ছিলাম তাঁদের সঙ্গে। কেউ মেনে নিতে পারে? গুন্ডা দিয়ে আমাকে তাই খুনের চেষ্টা করা হয়েছিল।” জানিয়েছেন, একটা সময় তাঁর বা়ড়ির বাইরে প্রচুর লোকের ভিড় থাকত। সাধারণ মানুষদের সঙ্গে মিশে সেখানে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকত অপরাধ জগতের লোকজনও। গোবিন্দকে খুন করার জন্য তক্কে তক্কে থাকত তারা। প্রাণ বাঁচাতেই শেষে বিনোদন দুনিয়া ছেড়ে রাজনীতিতে আসতে বাধ্য হয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

কারা তাঁকে গুণ্ডা দিয়ে খুন করতে চেয়েছিলেন? নাম বলতে রাজি নন অভিনেতা। তাঁর কথায়, “এখনও বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। অভিনয় আমার পেশা। তাই নাম বলতে পারব না।” সঙ্গে আফসোস, ১০০ কোটি টাকার ছবিতে অভিনয়ের সুযোগ ছেড়েছিলেন এক সময়। বুঝতে পারেননি। এখন সেই ধারার ছবিই বেশি চলছে। অভিনেতার মতে, শিক্ষার অভাবের কারণেই হয়তো এত বড় ভুল করেছেন তিনি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement