Govinda - Sunita

‘গোবিন্দের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে না’ হুঙ্কার সুনীতার, পাল্টা নায়ক জিইয়ে রাখলেন বিতর্ক

সুনীতা সাফ জানিয়েছিলেন তাঁদের বিচ্ছেদ হচ্ছে না। শুনে স্বস্তি পান অনুরাগীরাও। তবু জল্পনা জিইয়ে রাখলেন গোবিন্দ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৬:৫৫
Share:

সুনীতা জল্পনায় জল ঢাললেও বিতর্ক জিইয়ে রাখলেন গোবিন্দ! ছবি: সংগৃহীত।

বিয়ের ৩৭ বছর পর নাকি বিয়ে ভাঙছে তারকা দম্পতির। বলিউডের বাকিরা বিস্ময়ে হাবুডুবু খেয়েছেন গোবিন্দ-সুনীতার বিবাহবিচ্ছেদের খবরে। যদিও মায়ানগরীতে বিয়ে ভাঙার ঘটনা নতুন কিছু নয়! তবু গোবিন্দ-সুনীতার বিয়ে ভাঙার খবর মানতে পারেননি অনুরাগীরা। অবশেষে নীরবতা ভাঙেন সুনীতা। একেবারে সাফ জানান, ‘‘এমন কোনও মানুষের এখনও পর্যন্ত জন্মই হয়নি যে গোবিন্দ-সুনীতাকে আলাদা করে দেবে।’’ তারকা-পত্নীর এমন বক্তব্যে স্বস্তি পান অনুরাগীরাও। তবু জল্পনা জিইয়ে রাখলেন গোবিন্দ।

Advertisement

শনিবার ছিল গোবিন্দের ছেলে যশবর্ধনের ২৮তম জন্মদিন। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দেন সুনীতা। রাতে মা ও দিদি টিনাকে নিয়ে জন্মদিন উদ্‌যাপন করতে দেখা যায় যশবর্ধনকে। কিন্তু দেখা যায়নি বাবা গোবিন্দকে। এমনিতেই বিবাহবিচ্ছেদ বিতর্ক চলাকালীনই অভিনেতা বলেন, ‘‘আমি এই মুহূর্তে ব্যবসার কাজ নিয়ে এবং নিজের পরবর্তী ছবি নিয়ে ব্যস্ত।’’ বিবাহবিচ্ছেদের জল্পনায় সুনীতা জল ঢাললেও শোনা গিয়েছে, মাস ছয়েক আগে আইনি বিচ্ছেদ চেয়ে গোবিন্দকে নোটিস পাঠিয়েছিলেন সুনীতা। আইনজীবী জানিয়েছিলেন এ কথা। ঈশ্বরের কাছে সুনীতা নাকি এ-ও প্রার্থনা করেছেন, আগামী সাত জন্মে যেন গোবিন্দকে স্বামী হিসেবে না পান। রটনা আরও জোরালো হয় তারকা দম্পতির আলাদা বসবাস নিয়ে। গোবিন্দ থাকেন নিজের বাংলোয়। সুনীতা উল্টো দিকের একটি বাড়িতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement