গুলশন দেবাইয়া কী বললেন সমান্থা এবং রাজের বিয়ে নিয়ে। ছবি: সংগৃহীত।
১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করে সবাইকে চমকে দেন অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। তার আগে কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে বিয়ের তোড়জোড় চলছে। পরিচালক-নায়িকার প্রেমের কাহিনি অনেকেই আঁচ করেছিলেন। সম্প্রতি, সেই একই কাহিনি শোনালেন সমান্থার সহ-অভিনেতা গুলশন দেবাইয়া। বিয়ের তিন দিন আগেও নায়িকার সঙ্গে কাজ করেছেন। তখনও এত বড় খবর টের পাননি তিনি।
তেলুগু ছবিতে প্রথম বার কাজ করছেন গুলশন। সেই ছবিরই নায়িকা হলেন সমান্থা। ছবির নাম ‘মা ইনতি বঙ্গারাম’। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই গল্পই করেছেন অভিনেতা। গুলশন বলেন, “শুটিংয়ের মধ্যেই ওঁরা বিয়ে করেছে। আমার কোনও ধারণাই ছিল না ওদের বিয়ের ব্যাপারে। এমনকি সমান্থার সঙ্গে তো গিয়ে শুটিংও করলাম। তিন দিন বাদে দেখি সমান্থার বিয়ের ছবি। খুব অবাক হয়েছিলাম। কারণ, তিন দিন আগেও কোনও আভাস পাওয়া যায়নি ওদের বিয়ের।” এর আগে নায়িকার স্বামী রাজের সঙ্গেও কাজ করেছেন গুলশন।
২০২১ সালে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সমান্থার। এর পরে দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা কাটিয়ে নতুন জীবনে পা রেখেছেন তিনি। খবর ছড়াতেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরান অভিনেত্রীকে। শোনা গিয়েছে, হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের। আয়োজনে ছিল না আড়ম্বর। বরং ছিমছাম ভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে সমান্থা-রাজের। খবর, উপস্থিত ছিলেন মোটে ৩০ জন অতিথি।