Samantha Ruth Prabhu wedding

বিবাহিত সমান্থা! দ্বিতীয় বার বিয়ে করলেন, কেমন সেজেছিলেন, কোথায় চারহাত এক হল তাঁদের?

বিবাহবিচ্ছেদের পর থেকে সদ্‌গুরু প্রতিষ্ঠিত সংস্থায় যাতায়াত বাড়ে সমান্থার। এ বার সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১২:২২
Share:

(বাঁ দিকে) সমান্থা রুথ প্রভু, (ডান দিকে )রাজ নিদিমোরু। ছবি: সংগৃহীত।

জল্পনা চলছিল মাসকয়েক ধরে। খবর, অবশেষে বিয়ে সারলেন সমান্থা রুথ প্রভু। পাত্র বলিউডের খ্যাতনামী পরিচালক রাজ নিদিমোরু। সোমবার ১ ডিসেম্বর সকালেই কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সমান্থা-রাজ।

Advertisement

২০২১ সালে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সমান্থার। এর পরে দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা কাটিয়ে নতুন জীবনে পা রাখলেন তিনি। খবর ছড়াতেই অনুরাগীরা খুশি। শোনা যাচ্ছে হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের। আয়োজনে ছিল না আড়ম্বর। বরং ছিমছাম ভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে সমান্থা-রাজের। খবর, উপস্থিত ছিলেন মোটে ৩০ জন অতিথি।

২০১৭ সালে গোয়ায় এলাহি আয়োজনে নাগকে বিয়ে করেন সমান্থা। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা আলাদা পোশাক। সবেতে ছিল তাঁদের ভালবাসার ছোঁয়া। এ বার হাতেগোনা আত্মীয়-পরিজনকে নিয়ে বিয়ে সেরেছেন তিনি। শোনা যাচ্ছে, বিয়েতে লাল শাড়িতে সাজেন তিনি। রাজের পরনে ছিল পাজামা-পাঞ্জাবি। বিয়ের জন্য যে মন্দির বাছেন তাঁরা, সেটি ঈশা ফাউন্ডেশনের অন্দরেই। প্রথম বার বিবাহবিচ্ছেদের পর থেকে সদ্‌গুরু প্রতিষ্ঠিত ওই সংস্থায় যাতায়াত বাড়ে সমান্থার। এ বার সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি।

Advertisement

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরেই নাগ বিয়ে করেন শোভিতা ধূলিপালাকে। তার পর থেকে সমান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে। কখনও একসঙ্গে তাঁরা তিরুপতির মন্দিরে, কখনও আবার বিমানে রাজের কাঁধে মাথা রাখার ছবি প্রকাশ্যে এনেছেন সমান্থা নিজেই। সম্প্রতি রাজের কোমর জড়িয়ে ছবিও ভাগ করে নেন। শোনা যায়, শোভিতার সঙ্গে নাগের বিয়ে হতেই নিজের সম্পর্কে সিলমোহর দিতে উতলা হয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement