রেগে গিয়ে কী বললেন জয়া বচ্চন? ছবি: সংগৃহীত।
ছবিশিকারিদের সঙ্গে প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের সম্পর্ক যে অম্লমধুর তা প্রায় সকলেরই জানা। ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে একেবারেই বিশ্বাসী নন তিনি। সে কথাও বলেছেন বহু বার। এ বার প্রকাশ্যে প্রশ্ন তুললেন জয়া। বললেন, “নোংরা জামাকাপড় পরে চলে আসে, এরা কারা? ওদের কি কোনও পড়াশোনা আছে?”
সমাজমাধ্যমে চোখ রাখলে মাঝে মাঝেই এমন অনেক ভিডিয়ো ঘুরেফিরে আসে। কখনও দেখা যাচ্ছে, রেগে গিয়ে জয়া প্রকাশ্যে বিরক্তির সুরে ধমকাচ্ছেন কাউকে। আবার কখনও কাউকে শিক্ষা দিচ্ছেন, অনুমতি না নিয়ে কখনও কারও ছবি তোলা উচিত নয়। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারা এখন একেবারেই উল্টে গিয়েছে। অভিনেতারা বাড়িতে কী করছেন? সেটাও গাছের আড়ালে ক্যামেরা তাক করে ফ্রেমবন্দি করতে দ্বিধা করেন না অনেকে।
কিছু দিন আগে এই কারণে রেগে গিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। রণবীর কপূর এবং আলিয়ার নতুন বাড়ির ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সর্বত্র। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল বাড়ির ভিতরটা। তাতেই ক্ষুব্ধ হয়েছিলেন কপূর বাড়ির বৌমা। এ বার এক অনুষ্ঠানে এসে ছবিশিকারিদের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ অভিনেত্রী জয়া।
তিনি বললেন, “এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে। সুতরাং ভাল করে জানি মিডিয়া, সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে। উদ্ভট প্রশ্ন করে। নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?” ক্ষোভ উগরে দেন অভিনেত্রী।
জয়ার বাবা তরুণকুমার ভাদুড়ীও ছিলেন সাংবাদিক। দুটি নামী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একাধিক উপন্যাসও লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘অভিশপ্ত চম্বল’। সাংবাদিকের মেয়ে হিসাবে কখনও এই সংস্কৃতি মেনে নিতে পারেন না জয়া। প্রকাশ্যে নিজের বিরক্তি দেখিয়ে ফেলেন।
এই কারণে, অনেক বার মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, অভিষেক বচ্চনকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এক বার এক অনুষ্ঠানে এসে জয়া জানিয়েছিলেন, কেউ কাছে এলে তাঁর দমবন্ধ লাগে। তাই ওই রকম ব্যবহার করে ফেলেন। কিন্তু বর্তমানের কথোপকথনে স্পষ্ট, জয়া ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতি কখনওই মেনে নিতে পারেন না মন থেকে।