hardik pandya mahieka sharma

একসঙ্গে অনুষ্ঠানে হার্দিক-মাহিকা, এ বার অমিতাভের সঙ্গে প্রেমিকার আলাপ করালেন ক্রিকেটতারকা

কিছু দিন আগেই মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। কোনও রাখঢাক না করেই প্রেমের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন। সম্প্রতি প্রেমিকাকে মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন হার্দিক। এ বার একেবারে অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৫:০৬
Share:

(বাঁ দিকে) হার্দিক ও মাহিকা, (ডান দিকে) অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

প্রাক্তন স্ত্রী নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পরে ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন ক্রিকেটতারকা হার্দিক পাণ্ড্য। গত বারের মতোই এ বারও মডেলের প্রেমে মজেছেন তিনি। নতুন বাড়ি কিনেছেন। একসঙ্গে গৃহপ্রবেশের ছবি ভাগ করে নিয়েছেন। শুধু তা-ই নয়, সম্প্রতি প্রেমিকার সঙ্গে মায়ের কথাও বলিয়ে দেন। এ বার একেবারে অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ করালেন প্রেমিকার।

Advertisement

সম্প্রতি, মুকেশ অম্বানির বাড়িতে মহিলা বিশ্বকাপ জয়ী ক্রিকেটদলের সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানেই হাজির ছিলেন বিনোদন থেকে ক্রীড়াজগতের খ্যাতনামী সব ব্যক্তিত্ব। প্রেমিকা মাহিকা শর্মার হাতে হাত রেখে হার্দিকও পৌঁছে যান অম্বানিদের বাড়িতে। সেখানেই অমিতাভের সঙ্গে দেখা। ক্রিকেটতারকাকে দেখে জড়িয়ে ধরেন অমিতাভ। পাশে দাঁড়ানো মাহিকার সঙ্গে বিগ বি-র আলাপ করিয়ে দেন তিনি। অভিনেতার কথা মন দিয়ে শোনেন মাহিকা। অমিতাভকে কুশল বিনিময় করতে দেখা যায় মাহিকার সঙ্গে।

কিছু দিন আগেই মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। কোনও রাখঢাক না করেই প্রেমের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন হার্দিক ও মাহিকা। প্রায়ই প্রেমিকার সঙ্গে নানা অনুষ্ঠানেও ক্যামেরাবন্দি হন হার্দিক। সম্প্রতি হার্দিকের মা নলিনী পাণ্ড্যের সঙ্গে কথা বলেন মাহিকা। ছবি ভাগ করে ক্যাপশনে লেখেন, “ভৌগোলিক দূরত্বের মধ্যেই মিলল দর্শন।”

Advertisement

মাঝে মাহিকার অনামিকায় একটি হিরের আংটি দেখে জল্পনা শুরু হয় হয়তো মাহিকার সঙ্গে বাগ্‌দান সেরেছেন হার্দিক। যদিও তাঁদের নিয়ে জল্পনা দেখে মাহিকা একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি ও হার্দিক মোটেই বাগ্‌দান সারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement