Shefali Jariwala Death

শেফালি বড় তাড়াতাড়ি চলে গেল! প্রাক্তন স্ত্রীয়ের মৃত্যুর পর কী বলতে চাইলেন হরমিত?

“আমরা একসঙ্গে সুন্দর সময় কাটিয়েছিলাম। সেই স্মৃতিই হৃদয়ের মধ্যে থেকে যাবে”, লিখেছেন হরমিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১১:০২
Share:

প্রাক্তন স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন গায়ক হরমিত সিংহ। ছবি: সংগৃহীত।

মাত্র ৪২-এ একটা জীবন ঝরে গেল! মেনে নিতে পারছেন না কেউই। বলিউড শোকস্তব্ধ অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার আকস্মিক মৃত্যুতে। শেষকৃত্যে তাঁর সমসাময়িক অনেকেই উপস্থিত ছিলেন। ইচ্ছে থাকলেও আসতে পারেননি তাঁর প্রথম স্বামী গায়ক হরমিত সিংহ। তিনি আপাতত ইউরোপে। সেখান থেকেই সমাজমাধ্যমে শোক জানিয়েছেন। লিখেছেন, “আমি এখন ইউরোপে। ফলে, ইচ্ছা থাকলেও শেফালির শেষকৃত্যে যোগ দিতে পারলাম না। কিন্তু আমার সমবেদনা সব সময় ওঁর পরিবারের সঙ্গে থাকবে।”

Advertisement

শেফালি তখন ‘কাঁটা লাগা গার্ল’। ডিজে বেবি ডলের রিমিক্স এই একটি মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। সেই সময় তাঁর আলাপ ‘মিত ব্রাদার্স’-এর অন্যতম গায়ক হরমিতের সঙ্গে। এই আলাপ তাঁদের সাতপাকে বেঁধেছিল। ২০০৪ সালে হরমিত-শেফালি বিয়ে করেন। কিন্তু একটুও সুখের হয়নি দাম্পত্য। প্রয়াত অভিনেত্রী আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শারীরিক অত্যাচার না করলেও মানসিক ভাবে হরমিত তাঁকে প্রতি মুহূর্তে অত্যাচার করতেন। যা তাঁকে বিপর্যস্ত করেছিল। শোকবার্তায় হরমিত কিন্তু সে সবের কিছুই উল্লেখ করেননি। তিনি লিখেছেন, “আমরা দু’জন একসঙ্গে সুন্দর সময় কাটিয়েছিলাম। সেই স্মৃতিই সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে।” শেফালির মৃত্যু তাঁকে মনের দিক থেকে ভেঙে দিয়েছে, এ কথাও লিখেছেন গায়ক।

এক ছাদের নীচে থাকতেন না তাঁরা। তা বলে তাঁর প্রাক্তন স্ত্রী এত তাড়াতাড়ি বিদায় নেবেন, সে কথাও ভাবেননি কোনও দিন। হরমিতের লেখায় সে প্রসঙ্গ উঠে এসেছে। তিনি আফসোস করেছেন, “খুব তাড়াতাড়ি চলে গেল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শেফালির আত্মা যেন শান্তি পায়।” প্রয়াত অভিনেত্রীর মা সুনীতা জ়ারিওয়ালা, বোন শিবানী, বর্তমান স্বামী পরাগ ত্যাগীকে সমবেদনা জানিয়েছেন হরমিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement