Shefali Jariwala

মানসিক অত্যাচারও ভয়াবহ, আমায় ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল! প্রথম বিয়ে নিয়ে আক্ষেপ ছিল শেফালির

তিনি বুঝতে পারেননি, যাঁকে নির্বাচন করেছেন তিনি তাঁর উপযুক্ত নন। তাই বিয়ের পাঁচ বছরের মাথায় বিয়ে ভেঙেছিল শেফালির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৩:০৩
Share:

প্রথম বিয়ে যন্ত্রণা দিয়েছে শেফালি জ়ারিওয়ালাকে। ছবি: ফেসবুক।

প্রথম বিবাহ সুখ দেয়নি। মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলেছিল শেফালি জ়ারিওয়ালাকে। মৃত্যুর বেশ কয়েক বছর আগে সে কথা এক সাক্ষাৎকারে বলেছিলেন সদ্যপ্রয়াত অভিনেত্রী। মাত্র ৪২-এ ঝরে যাওয়া শেফালি শারীরিক দিক থেকে অত্যাচারিত না হলেও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন। তাঁর কথায়, “মানসিক নির্যাতনও ভয়ঙ্কর। প্রথম বিয়ে আমায় মানসিক ভাবে গুঁড়িয়ে দিয়েছিল।” অভিনেত্রীর আকস্মিক মৃত্যু সেই সাক্ষাৎকারকে নতুন করে চর্চায় ফিরিয়ে এনেছে।

Advertisement

‘মিত ব্রাদার্স’-এর জনপ্রিয় গায়ক জুটির অন্যতম হরমিত সিংহ। শেফালিও তখন মিউজ়িক ভিডিয়ো ‘কাঁটা লাগা’ করে রাতারাতি খ্যাতনামী। প্রথম আলাপ গড়িয়েছিল প্রেমে। ঘনিষ্ঠতা বাড়ায় ২০০৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন শেফালি-হরমিত। প্রয়াত অভিনেত্রী পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই বিয়ে সুখের ছিল না। তাঁর গায়ে কোনও দিন হাত তোলেননি হরমিত। কিন্তু মানসিক অত্যাচার করতেন। সহ্যের সীমা ছাড়ালে ২০০৯ সালে বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য তিনি। শেফালি বলেছিলেন, “ভাগ্যিস নিজে উপার্জন করতাম। তাই এই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। আমার মতো অনেক নারীই এ ভাবে দিনের পর দিন মুখ বুজে অত্যাচার সহ্য করেন। নিজের উপার্জন না থাকায় কোনও পদক্ষেপ করতে পারেন না।”

অভিনেত্রী এ প্রসঙ্গ সমাজের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর মতে, সমাজ কী বলবে, আশপাশের পরিচিতদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে— এই ভয় আচ্ছন্ন করে রাখে মেয়েদের। এমনকি উচ্চ শিক্ষিতেরাও বিচ্ছেদ মানতে পারেন না। বিবাহবিচ্ছিন্নাদের অন্য নজরে দেখা হয়। যে কারণে অনেকেই স্বামীর অত্যাচার সহ্য করে দিনের পর দিন সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন। তত দিনে ‘বিয়ে’ তাঁদের কাছে বোঝা হয়ে উঠেছে।

Advertisement

সেই সময় শেফালি সমস্ত নারীকে নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ের পরামর্শ দিয়েছিলেন। প্রথম বিয়ে ভাঙার পর জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন। শোনা যায়, দ্বিতীয় বিয়েতে সুখী ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement