Harry Styles

গানের গুঁতোয় প্যান্ট ফেঁসে অপ্রস্তুত গ্র্যামিজয়ী তারকা! কনসার্ট দেখে লজ্জায় প্রেয়সীও

কনসার্টে হ্যারি তখন ‘মিউজ়িক ফর এ সুশি রেস্টুর‍্যান্ট’ গাইছিলেন। তাঁর গায়কিতে মুগ্ধ দর্শক হাত নাড়তে ব্যস্ত। তিনিও স্টেজের সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়লেন গাইতে গাইতে। তাতেই বিপত্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:০০
Share:

টান পড়ে বাদামি চামড়ার প্যান্ট গেল ফেঁসে। ভিতরে সাদা বক্সার পরেছিলেন হ্যারি, সেটি বাইরে থেকে দেখা যাচ্ছিল। সেই অবস্থাতেও গান গাওয়া থামালেন না। ছবি: সংগৃহীত।

মঞ্চে গাইতে উঠে অপ্রস্তুত হ্যারি স্টাইলস। হলুদ টি-শার্ট আর চামড়ার প্যান্ট পরে দর্শকের কাছাকাছি আসতেই ফেঁসে গেল দু’পায়ের ফাঁকে। ক্যালিফোর্নিয়ার ভরা অডিটোরিয়ামে সে এক কাণ্ড বটে! তখন দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়েছিলেন হ্যারি। আবার উঠে দাঁড়ালেন। লজ্জায় রাঙা হয়ে উঠেছিল তাঁর মুখ। সব দিক দিয়ে ক্যামেরা ধরে ফেলল ২৮ বছরের তারকার অপ্রস্তুত মুহূর্ত।

Advertisement

কনসার্টে হ্যারি তখন ‘মিউজ়িক ফর এ সুশি রেস্টুর‍্যান্ট’ গাইছিলেন। তাঁর গায়কিতে মুগ্ধ দর্শক হাত নাড়তে ব্যস্ত। তিনিও স্টেজের সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়লেন গাইতে গাইতে। তাতেই বিপত্তি। টান পড়ে বাদামি চামড়ার প্যান্ট গেল ফেঁসে। ভিতরে সাদা বক্সার পরেছিলেন হ্যারি, সেটি বাইরে থেকে দেখা যাচ্ছিল। সেই অবস্থায় গান গাওয়া থামালেন না অবশ্য। ক্যামেরায় দেখা যায় ঘটনার মুহূর্তে চমকে গিয়ে চোখ বড় বড় হয়ে গিয়েছিল হ্যারির। তবে সামলে নিলেন সহজ ভাবেই। হাত দিয়ে আড়াল করলেন প্যান্টের ফাটা অংশ। তার পরই কাছে থাকা একটি সাতরঙা পতাকা দিয়ে জড়িয়ে নিলেন নিজের কোমর।

সে মুহূর্তে হাজার হাজার অনুরাগী ক্যামেরায় রেকর্ড করছিলেন গ্র্যামিজয়ী হ্যারিকে। অপ্রস্তুত মুহূর্তটিও ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আরও মজার বিষয়, হ্যারির প্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনও নাকি উপস্থিত ছিলেন এই শোয়ে। তিনিও লাজুক হেসে জানান, সবটাই দেখেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement