দীপিকা, করিনা, প্রিয়াঙ্কাকে বোল্ড করে সঞ্জয়ের পরবর্তী ছবিতে ভূমি!

‘দম লাগা কে হেইসা’ ছবির সেই সন্ধ্যাকে মনে আছে? আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন ভূমি পেড়কর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ১৭:৫৭
Share:

‘দম লাগা কে হেইসা’ ছবির সেই সন্ধ্যাকে মনে আছে? আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন ভূমি পেড়কর। যদিও সেই সময় তাঁর ভারী চেহারার জন্য নিন্দুকদের হাসির পাত্রীও হয়েছিলেন তিনি। কিন্তু, এ বার নিউ লুকে ইন্ডাস্ট্রিতে চমকে এসে দিলেন তিনি। এক বছরের মধ্যে ওয়েট কমিয়ে নয়া অবতারে ফিরে আসছেন ভূমি। আর এ বারের ফিরে আসা কোনও মামুলি কামব্যাক নয়। এসেই বলিউডের প্রথম সারির নায়িকাদের ক্লিন ছক্কায় মাঠের বাইরে পাঠিয়ে দিলেন তিনি। তাও আবার খোদ সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবিতে। শোনা যাচ্ছে, সঞ্জয়ের পরবর্তী ছবি সাহির লুধিয়ানভির বায়োপিকে অম়ৃতা প্রীতমের চরিত্রে দেখা যাবে ভূমিকে।

Advertisement

আরও পড়ুন: চিনতে পারছেন এই বলিউড নায়িকাকে? গেস করুন তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement