Entertainment News

বলিউডে এন্ট্রি নিচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা?

সম্প্রতি কর্ণ জোহরের অফিস থেকে বেরোতে দেখা গিয়েছে সুহানাকে। অফিসে যখন সুহানা গিয়েছিলেন, সেখানে প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট ছিলেন। আলাদা করে সুহানার ফটোশুট হয়েছে বলে খবর। সুহানা নাকি ক্যামেরার সামনে ভাল ভাবেই পারফর্ম করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১৪:০২
Share:

সুহানা খান। ছবি: সুহানার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

বাবা কিঙ্গ খান। বলি ইন্ডাস্ট্রি অনেকটাই তাঁর দখলে। তাই তাঁর সন্তানরা যে ফোকাসে থাকবেন এ তো নতুন নয়। এতদিন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের বলি ডেবিউ নিয়ে জল্পনা চলছিল ইন্ডাস্ট্রিতে। এ বার শোনা যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানার নাম। শোনা যাচ্ছে কর্ণ জোহরের হাত ধরে নাকি ফিল্মি কেরিয়ার শুরু করতে চলেছেন সুহানা।

Advertisement

দেখুন, অন্তঃসত্ত্বা এষার বিয়ের ছবি

সম্প্রতি কর্ণ জোহরের অফিস থেকে বেরোতে দেখা গিয়েছে সুহানাকে। ডিএনএ-র খবর অনুযায়ী, কর্ণ জোহরের অফিসে যখন সুহানা গিয়েছিলেন, সেখানে প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট ছিলেন। আলাদা করে সুহানার ফটোশুট হয়েছে বলে খবর। সুহানা নাকি ক্যামেরার সামনে ভাল ভাবেই পারফর্ম করেছেন।

Advertisement

আরও পড়ুন, বান্ধবীদের কথা যদি বলতেই হয়…

শাহরুখের পরিবারের দীর্ঘ দিনের বন্ধু কর্ণ। তাই কিঙ্গ খানের পরের জেনরেশনের ডেবিউ কর্ণের হাত ধরে হতেই পারে। কিন্তু শাহরুখ নিজে ছেলে-মেয়ের পড়াশোনাকে খুব গুরুত্ব দেন। আরিয়ানের বিষয়ে যত বার জল্পনা তৈরি হয়েছে, তত বারই শাহরুখ ছেলের পড়াশোনার বিষয়ে ফোকাস করতে বলেছেন। যদিও সুহানার বলি এন্ট্রি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউ মুখ খোলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement