— প্রতীকী চিত্র।
প্রদেশ কংগ্রেস যে দিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে সংবিধান পাঠের ডাক দিয়েছে, সেই ২০ ডিসেম্বরই কলকাতায় সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে ইমাম-মুয়াজ্জিনদের একটি সংগঠন। মূলত ভাতা-বৃদ্ধির দাবিতে এই কর্মসূচি নিয়েছে সংগঠনটি। ধর্মতলার কাছাকাছি ইমামদের সেই কর্মসূচি শেষ হওয়ার কথা। তবে এই পরিস্থিতিতেও সংবিধান পাঠের কর্মসূচি অপরিবর্তিতই রাখছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, “আমাদের প্রস্তুতি সারা। সব রকম অনুমতিও নেওয়া হয়েছে। সূচি মেনেই সংবিধান পাঠ হবে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে