Entertainment News

হরমন-শমিতার সম্পর্কের রিইউনিয়ন?

ছেলেটির বহু সম্পর্কের গসিপ রয়েছে বলি টাউনে। মেয়েটির তা নয়। তাঁরা নাকি ইন রিলেশন ২০১২ থেকেই। ইদানিং নাকি সেই সম্পর্ককেই ফের ঝালিয়ে নিচ্ছেন। তাঁরা হরমন বাওয়েজা এবং শমিতা শেট্টি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ১৫:০২
Share:

ছেলেটির বহু সম্পর্কের গসিপ রয়েছে বলি টাউনে। মেয়েটির তা নয়। তাঁরা নাকি ইন রিলেশন ২০১২ থেকেই। ইদানিং নাকি সেই সম্পর্ককেই ফের ঝালিয়ে নিচ্ছেন। তাঁরা হরমন বাওয়েজা এবং শমিতা শেট্টি।

Advertisement

কেরিয়ারে খুব একটা নাম করতে পারেননি হরমন। বরং অনেক বেশি হেডলাইনে এসেছেন ব্যক্তিগত জীবনের জন্য। কখনও প্রিয়ঙ্কা চোপড়া, কখনও বা বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জল্পনা হয়েছে বলিউডে। সেই হরমনই বছর পাঁচেক আগে প্রেমে পড়েন শিল্পা শেট্টির বোন শমিতার। শিল্পা ও রাজ কুন্দ্রার প্রোডাকশনে ‘ঢিশক্যাঁও’ ছবিতে অভিনয়ও করেন। তবে মাঝে সে সম্পর্কের ওপর আস্তরণ পড়েছিল বলেই মত বি-টাউনের একটা বড় অংশের।

আরও পড়ুন, ‘প্যাডম্যান’কে চেনেন?

Advertisement

কিন্তু ইদানিং সেই সম্পর্ক নাকি আবার ঝালিয়ে নিচ্ছেন এই দুই সেলেব। সম্প্রতি বাবা মারা গিয়েছে শিল্পা ও শমিতার। সে সময়ই নাকি শমিতার মূল ভরসার জায়গা হয়ে উঠেছিলেন হরমন। এর পর একে একে বলিউডা পার্টিতেও একসঙ্গেই হাজির হতে দেখা যাচ্ছে এই যুগলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement