ভাঙন ধরল?

সম্পর্ক চুকে গেলেও, তিক্ততা রাখতে চান না কেউই। সকলেই পেশাদার। কেরিয়ারের খাতিরে দু’জনকে একসঙ্গে যে কোনও দিন ছবি করতে দেখা যেতে পারে। তাই আলিয়া-সিদ্ধার্থ স্রেফ বন্ধু এখন।

Advertisement
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১১:১০
Share:

সিদ্ধার্থ-আলিয়া

এর আগেই একবার দু’জনের সম্পর্ক ভাঙার খবর রটেছিল। কিন্তু সে বার আলিয়া ভট্ট আর সিদ্ধার্থ মলহোত্র নিজেদের মনোমালিন্য মিটিয়ে নিয়েছিলেন। তবে এ বার বোধহয় সত্যিই চিড় ধরেছে তাঁদের রোম্যান্সে।

Advertisement

যে কোনও পার্টিতে আলিয়া-সিদ্ধার্থকে একসঙ্গে দেখতে পাওয়া স্বাভাবিক ছিল। যুগলে একত্রে বে়ড়াতেও যেতেন। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, সেই মাখোমাখো সম্পর্ক আর নেই। দু’জনের রাস্তা এখন আলাদা হয়ে গিয়েছে। তবে এই প্রজন্মের অভিনেতারা অনেক বেশি বুদ্ধিমান। সম্পর্ক চুকে গেলেও, তিক্ততা রাখতে চান না কেউই। সকলেই পেশাদার। কেরিয়ারের খাতিরে দু’জনকে একসঙ্গে যে কোনও দিন ছবি করতে দেখা যেতে পারে। তাই আলিয়া-সিদ্ধার্থ স্রেফ বন্ধু এখন। দু’জনের সম্পর্ক ভাঙার কারণ অবশ্য স্পষ্ট নয়। তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশের কথা শোনা যাচ্ছে। আবার সিদ্ধার্থের কেরিয়ারের পাশে আলিয়ার উর্ধ্বমুখী কেরিয়ার গ্রাফের কথাও উঠে আসছে। দু’জনে একসঙ্গে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’র পাশাপাশি ‘টু স্টেটস’, ‘বদ্রীনাথ কী দুলহনিয়া’র মতো রম-কম করে আলিয়া নিজেকে অন্য একটা উচ্চতায় নিয়ে গিয়েছেন। সেই তুলনায় সিদ্ধার্থের কেরিয়ারে হিট নেই বললেই চলে। কিছু দিন আগে যেমন সিদ্ধার্থই বলেছিলেন, আলিয়া আর বরুণের সঙ্গে তাঁর তুলনা করা নিয়ে আপত্তির কথা। এতে বোঝা যাচ্ছে, আলিয়া আর সিদ্ধার্থের মধ্যে সত্যিই একটা দূরত্ব তৈরি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement