Entertainment News

‘বোলো তা রা রা রা’র ইজরায়েলি ভার্সন শুনেছেন?

১৯৯৫-এর সেই গান এখনও ভোলেননি মানুষ। এখনও বিয়ের গানের তালিকায় বেশির ভাগেরই প্রথম পছন্দ দালের মেহেন্দির এই গান। সেই সময় সুপার ডুপার হিট হয়েছিল ‘বোলো তা রা রা রা’। পঞ্জাবের গ্রাম, বিয়ের অনুষ্ঠান, তার সঙ্গে ভাংরা— সব মিলিয়ে পুরো ব্যাপারটাই ছিল মাখোমাখো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১১:২৪
Share:

১৯৯৫-এর সেই গান এখনও ভোলেননি মানুষ। এখনও বিয়ের গানের তালিকায় বেশির ভাগেরই প্রথম পছন্দ দালের মেহেন্দির এই গান। সেই সময় সুপার ডুপার হিট হয়েছিল ‘বোলো তা রা রা রা’। পঞ্জাবের গ্রাম, বিয়ের অনুষ্ঠান, তার সঙ্গে ভাংরা— সব মিলিয়ে পুরো ব্যাপারটাই ছিল মাখোমাখো।

Advertisement

তবে অনেকেই জানেন না শুধু ভারতে নয়, বিদেশেও কিন্তু যথেষ্ট জনপ্রিয় এই গান। ইজরায়েলে এই গানের জনপ্রিয়তা মারাত্মক। সম্প্রতি ইজরায়েলি গায়িকা রীনাত বার গাইলেন এই গান। যিনি নিজের দেশে ‘পার্টি কুইন’ নামেই খ্যাত। এথনিক সাজ, লটকন আর ঝুমকায় পুরো গানের মেজাজটাও রয়েছে অনেকটাই ভারতীয় ঢঙে। গানের ভিডিওতে গায়িকা রীনাতের সঙ্গে রয়েছেন আরও কয়েক জন অভিনেতা। অভিনবত্ব আনতে তাঁদেরও সাজান হয়েছে ঘাঘড়া, চোলি, নথ, টিকলিতে।

আরও পড়ুন: ৩২৪ বছরেও বেঁচে রয়েছেন এই বৃদ্ধ!

Advertisement

দেখুন সেই ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন