Donald Trump

ছয় সেকেন্ডের ক্যামিও করেছিলেন ডোনাল্ড ট্রাম্প!দেখুন ভিডিও

‘হোম অ্যালন ২:লস্ট ইন নিউইয়র্ক’ এর পরিচালক মার্টিন ব্রেস্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেল ‘ম্যানহ্যাটন’-এ একটি দৃশ্য শুট করতে চেয়েছিলেন। কিন্তু তাতে ট্রাম্পের একটি শর্ত ছিল। ছোট্ট হলেও একটি চরিত্রে তাঁকে অভিনয় করতে দিতেই হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৪০
Share:

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগ্রহ।

১৫ বছর আগে হলিউডের একটি ছবিতে অভিনয় করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যামিও চরিত্রে অভিনয় দেখা গিয়েছিল তাঁকে। মাত্র ৬ সেকেন্ডের জন্য সেই দৃশ্যে তাঁকে দেখা গিয়েছিল। ১৯৯২ সালের সেই রোমাঞ্চকর কমেডি ঘরানার ছবিটির নাম ‘হোম অ্যালন ২: লস্ট ইন নিউইয়র্ক’।

Advertisement

ট্রাম্পের সেই চরিত্রে অভিনয় করার পিছনে রয়েছে একটি ছোট্ট গল্প। অভিনেতা ম্যাট ড্যামন সম্প্রতি শেয়ার করেছেন সেই গল্প।

আরও পড়ুন, বলিউডের এই মেকআপ আর্টিস্টরা এক বার সাজাতে কত টাকা নেয় জানেন?

Advertisement

‘হোম অ্যালন ২:লস্ট ইন নিউইয়র্ক’ এর পরিচালক মার্টিন ব্রেস্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেল ‘ম্যানহ্যাটন’-এ একটি দৃশ্য শুট করতে চেয়েছিলেন। কিন্তু তাতে ট্রাম্পের একটি শর্ত ছিল। ছোট্ট হলেও একটি চরিত্রে তাঁকে অভিনয় করতে দিতেই হবে। হলিউড রিপোর্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ম্যাট ড্যামন বলছেন, ‘‘চুক্তি ছিল, তাঁর হোটেলে শুটিং করতে হলে একটি চরিত্র মিস্টার ট্রাম্পের জন্য ভাবতে হবে।’’

আরও পড়ুন, এক কালে টেলিভিশন কাঁপানো এই খুদে তারকারা এখন কোথায়

শুধু তাই নয়। আর একটি ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ট্রাম্প। তবে সেই ছবিতে ট্রাম্পের দৃশ্যটি এডিট টেবলে বাদ পড়ে। সেই ছবিরই অভিজ্ঞতা শেয়ার করলেন ম্যাট ড্যামন। ৪৬ বছরের এই অভিনেতা বলছেন, ‘‘পরিচালক মার্টিন ব্রেস্ট তখন ‘সেন্ট অব এ উইমেন’ ছবির একটি দৃশ্য লিখছিলেন আর সমস্ত কলাকুশলীরা সেই দৃশ্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন।’’ তখন পরিচালক মার্টিন ব্রেস্ট এসে বলেন, ‘‘আপনার মূল্যবান সময়ের এক ঘণ্টা নষ্ট করতে হবে, একটি শট দিয়ে।’’ কী সেই শট? ট্রাম্প এগিয়ে এলেই অ্যাল প্যাচিনো বলবেন ‘‘হ্যালো! মিস্টার ট্রাম্প।’’ আর তার পরই ট্রাম্প বেরিয়ে যাবেন।

ক্যামিও চরিত্রে ডোনাল্ড ট্রাম্প।ছবি:সংগ্রহ।

তবে ম্যাট ড্যামন আরও যোগ করেন, ‘সেন্ট অব এ উইমেন’ ছবিতে ডোনাল্ড ট্রাম্প ও অ্যাল প্যাচিনোর এই দৃশ্যটি রাখা হয়নি। তবে হোম অ্যালন টু-তে ওই ছয় সেকেন্ডের জন্য দর্শক দেখতে পেয়েছিলেন ট্রাম্পকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement