‘শুধু পেটিকোট পরে নওয়াজের ওপর শুতে আমার অস্বস্তি হচ্ছিল’

সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ‘বাবুমশায় বন্দুকবাজ’ ছবিতে অভিনয় করছিলেন চিত্রাঙ্গদা। অভিযোগ, ছবির পরিচালক কুশান নন্দী অত্যন্ত খারাপ ইঙ্গিত করে চিত্রাঙ্গদাকে ছবির দৃশ্য বোঝাতে থাকেন। এর পর ফার্স্ট টেক দেওয়ার পর নায়িকার ওপর চিত্কার করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ২২:৪২
Share:

সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ‘বাবুমশায় বন্দুকবাজ’ ছবিতে অভিনয় করছিলেন চিত্রাঙ্গদা। অভিযোগ, ছবির পরিচালক কুশান নন্দী অত্যন্ত খারাপ ইঙ্গিত করে চিত্রাঙ্গদাকে ছবির দৃশ্য বোঝাতে থাকেন। এর পর ফার্স্ট টেক দেওয়ার পর নায়িকার ওপর চিত্কার করেন তিনি। চিত্রাঙ্গদা জানিয়েছেন, গোটা টিমের সামনে যৌনদৃশ্য বোঝাতে গিয়ে পরিচালক যে সব শব্দ ব্যবহার করেছেন তা অত্যন্ত আপত্তিকর। তিনি অপমানিত বোধ করেন। এর পরই কাঁদতে কাঁদতে সেট ছেড়ে বেরিয়েও যান নায়িকা।

Advertisement

এ নিয়ে আজ মুখ খুলেছেন চিত্রাঙ্গদা। তাঁর কথায়, ‘‘আমরা শুটিং শেষ করে ফেলেছিলাম। তার পরও নওয়াজের ওপর আমাকে শুয়ে পড়তে বলেছিল কুশান। ওই সিনের জন্য আমি শুধুমাত্র একটা পেটিকোট পরেছিলাম। আমার বেশ অস্বস্তি হচ্ছিল। আমি বললাম, হয়ে তো গিয়েছে, আবার এ সব করাচ্ছ কেন? তখনই খুব বাজে ভাবে কথা বলেছিল কুশান। আমার বেশ অপমানিত লেগেছিল। সে জন্যই কাজটা আর করব না।’’

আরও পড়ুন, যৌনদৃশ্যে অভিনয় করতে চিত্রাঙ্গদাকে জোর করলেন পরিচালক!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement