অমিতাভ জেরবার

মাসের প্রথম সপ্তাহটা মোটেই ভাল গেল না বচ্চনসাবের! একটা বই লঞ্চের প্রোগ্রামে যেতেই পারলেন না। ঘরবন্দি। জ্বর, স্টিফ নেক, কাঁধে অসহ্য ব্যথা। তার সঙ্গে প্রচণ্ড ঝাল লঙ্কাগুঁড়ো দিয়ে পিৎজা খেয়ে পেটে ইনফেকশন। জ্বরটা তারই জের। ব্যথা-যন্ত্রণা অবশ্য সবই পুরনো চোটের জানান দেওয়া।

Advertisement
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০১:৪০
Share:

মাসের প্রথম সপ্তাহটা মোটেই ভাল গেল না বচ্চনসাবের! একটা বই লঞ্চের প্রোগ্রামে যেতেই পারলেন না। ঘরবন্দি। জ্বর, স্টিফ নেক, কাঁধে অসহ্য ব্যথা। তার সঙ্গে প্রচণ্ড ঝাল লঙ্কাগুঁড়ো দিয়ে পিৎজা খেয়ে পেটে ইনফেকশন। জ্বরটা তারই জের। ব্যথা-যন্ত্রণা অবশ্য সবই পুরনো চোটের জানান দেওয়া। রাতগুলো কেটেছে ভয়ঙ্করভাবে। শুতে পারাটাই ছিল সমস্যার। বসে বসে জেগেই কাটিয়েছেন। মাঝে মাঝে হাপিত্যেশ করে ঘুমের আরাধনা শুধু। গলায় ‘ব্রেস’ উঠেছে। এখন মন্দের ভাল। ব্লগে লিখেছেন, সময়টা গেল যেন একটা কঠিন পরীক্ষার মতো। সহ্য না করে উপায় নেই। বলেছেন, ‘‘এখন আবার জেরবার হচ্ছি লোকজনের প্রশ্নে। আর নানা রকম সব পরামর্শে।’’ কী, পুরো চেনা-চেনা গেরস্ত বাড়ির গপ্পো, তাই না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন