Prabhat Royo

শুক্রবারই আসার কথা রক্তপরীক্ষার রিপোর্ট, এখন কেমন আছেন প্রভাত রায়?

গত কয়েক দিন ধরে খুবই অসুস্থ পরিচালক প্রভাত রায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। চলছে চিকিৎসা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৪:০৩
Share:

কেমন আছেন পরিচালক প্রভাত রায়? ছবি: সংগৃহীত।

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক প্রভাত রায়। ডায়ালিসিস চলছিল অনেক দিন ধরেই। বাড়ি ফিরেছিলেন। তার পর আবার অসুস্থ হলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে সবটা সামলাচ্ছেন মেয়ে একতা ভট্টাচার্য। এখন কেমন আছেন পরিচালক?

Advertisement

আনন্দবাজার ডট কমের তরফে খোঁজ নেওয়া হলে একতা জানিয়েছেন রক্তপরীক্ষার রিপোর্ট আসার কথা। একতা বলেছেন, “যত ক্ষণ না শরীরে সংক্রমণ কমছে তত ক্ষণ নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।” চিকিৎসকেরাও এমনটাই জানাচ্ছেন।

বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয়েছে পরিচালকের। তার এক দিন আগেই একতা হায়দরাবাদ থেকে ফিরেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “দু’দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল। আমার স্বামী কর্মসূত্রে ওখানেই থাকেন। বাবিই (প্রভাত) জোর করে পাঠিয়েছিলেন। আমি ফোনে যোগাযোগ রাখছিলাম। রাতে কী মনে হয়েছিল তাই ভিডিয়ো কল করেছিলাম। তখনই দেখি চোখের নীচটা ফুলেছে। পরিস্থিতি ঠিক মনে হয়নি।”

Advertisement

তৎক্ষণাৎ প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন একতা। রক্তচাপও কিছুটা বেড়েছিল বলে জানিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন পামক্যাথে সংক্রমণ। অস্ত্রোপচারও হয়েছে। সংক্রমণ কমানোই এখন মূল লক্ষ্য তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement