Entertainment News

মিঠুনের শো-এ হেমা

মিঠুনের শো-এ হেমা। এ এক অসাধারণ যুগলবন্দি। হেমা মালিনীকে স্টেজে নিয়ে যাওয়ার সময় মিঠুন বলেন, ‘‘হেমাজির সঙ্গে স্টেজ শেয়ার করাটা আমার কাছে সম্মানের।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১২:২০
Share:

সেলফি টাইম। হেমা মালিনী এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে রামকমল মুখোপাধ্যায়।

গত নভেম্বরে মুক্তি পেয়েছে হেমা মালিনীর বায়োগ্রাফি ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’। এ বার সেই জার্নির কাহিনি উঠে আসবে মিঠুন চক্রবর্তীর ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ রিয়্যালিটি শো-এ। আগামী ২৮ জানুয়ারি টেলিকাস্ট হবে সেই বিশেষ এপিসোড। যেখানে মিঠুনের সঙ্গে উপস্থিত থাকবেন হেমা মালিনী এবং ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর লেখক রামকমল মুখোপাধ্যায়।

Advertisement

মিঠুনের শো-এ হেমা। এ এক অসাধারণ যুগলবন্দি। হেমা মালিনীকে স্টেজে নিয়ে যাওয়ার সময় মিঠুন বলেন, ‘‘হেমাজির সঙ্গে স্টেজ শেয়ার করাটা আমার কাছে সম্মানের।’’

হেমা মালিনীর জীবন নিয়ে লেখা, তা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। অন্তত তেমনটাই মনে করেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন রামকমল। বই লেখার পিছনের গল্পও এই শো-এ শেয়ার করবেন লেখক।

Advertisement

আরও পড়ুন, ড্রিম গার্ল সহজে হইনি: একান্ত সাক্ষাত্কারে হেমা

মিঠুন বলেন, ‘‘আমি বিয়ন্ড দ্য ড্রিমগার্ল পড়েছি। সাধারণ কথায় লেখাই পড়াটাকে আরও সহজ করেছে। আমি রামকমলকে প্রায় দু’দশক ধরে চিনি। ও সত্যিই অসাধারণ লেখক।’’

আরও পড়ুন, বিয়ে করতে চলেছেন প্রতীক, পাত্রী কে জানেন?

‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর বাকি ব্যাক স্টোরি জানার জন্য আপনাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর শোতেই উঠবে বাকি রহস্যের পর্দা।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement