Sunjay Kapoor First Wife

করিশ্মাই প্রথম নয়, একদা রণবীর কপূরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, কে অভিনেত্রীর সতীন?

ফ্যাশন ইন্ডাস্ট্রির বড় নাম তিনি। বিরাট কোহলি থেকে ক্যাটরিনা কইফের পোশাকশিল্পী। করিশ্মার সতীন কে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৩:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

করিশ্মা কপূরকে বিয়ে করে রীতিমতো চর্চায় উঠে আসেন দিল্লি নিবাসী শিল্পপতি সঞ্জয় কপূর। মা ববিতার পছন্দের পাত্রকে বিয়ে করেছিলেন করিশ্মা। দোজবর বলে আপত্তি ছিল বাবা রণধীর কপূরের। এ দিকে অভিষেক বচ্চনের সঙ্গে বাগ্‌দান ভাঙার পর সঞ্জয়কেই মন দিয়ে বসেন অভিনেত্রী। ২০০৩ সালে মহা ধুমধাম করে বিয়ে হয় করিশ্মার। সেই সময় অভিনেত্রীর বিয়ে ছিল বলিউডে অন্যতম চর্চার বিষয়। যদিও করিশ্মার আগেও আরও এক স্ত্রী ছিল সঞ্জয়ের। শিল্পপতির প্রথম স্ত্রী অবশ্য ছিলেন রণবীর কপূরের এক সময়ের প্রেমিকা। ফ্যাশন ইন্ডাস্ট্রির বড় নাম তিনি। বিরাট কোহলি থেকে ক্যাটরিনা কইফের পোশাকশিল্পী।

Advertisement

নন্দিতা মাহতানি সঞ্জয় কপূরের প্রথম স্ত্রী।

১৯৯৬ সালে সঞ্জয়ের প্রথম বিয়ে হয় পোশাকশিল্পী নন্দিতা মাহতানির সঙ্গে। প্রায় চার বছরের দাম্পত্য জীবন তাঁদের। ২০০০ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। তার পর মাঝে তিন বছরের বিরতি করিশ্মাকে বিয়ে করেন এই শিল্পপতি। যদিও এই নন্দিতার উপর ভীষণ রকম ভাল লাগা ছিল রণবীর কপূরের। এ ছাড়াও অভিনেতা দীনো মরিয়ার সঙ্গে একটা লম্বা সময় সম্পর্কে ছিলেন নন্দিতা। সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে খানিকটা আড়াল করে নেন তিনি। বহু বছর পর আবার বিদ্যুৎ জাম্বওয়ালের সঙ্গে সম্পর্কে জড়ান নন্দিতা। বাগ্‌দানও হয়ে গিয়েছিল তাঁদের। বছর দুয়েক বাদে ভেঙে যায় নন্দিতার সেই সম্পর্কও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement