(বাঁ দিকে) মা জ়রীনের সঙ্গে সুজ়ান। জ়ায়েদ খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
সুজ়ানের খানের মা জ়রীন কত্রকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে গোটা বলিউড। জয়া বচ্চন, হেমা মালিনী থেকে ডিম্পল কপাডিয়া-সহ অনেকেই ছিলেন জ়রীনের শেষযাত্রায়। তবে একদা অভিনেত্রী জ়রীনকে কবর দেওয়া হয়নি, বরং দাহ করা হয় তাঁকে। ছেলে জ়ায়েদ খান মাকে কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়েছেন। জ়রীনের সিঁথিতে জ্বলজ্বল করছে লাল সিঁদুর। কেন হিন্দু রীতি মেনেই হল সুজ়ানের মায়ের শেষকৃত্য?
জ়রীনের যখন সুজ়ানের বাবা সঞ্জয় খানের সঙ্গে আলাপ হয়, তখন তাঁর ১৪ বছর বয়স। তার পর অভিনেত্রী হন জ়রীন। সেই সময় প্রেম গাঢ় হয় তাঁদের। ১৯৬৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। মুসলিম রীতিনীতি মেনেই বিয়ে হয় তাঁদের। আসলে জ়রীন জন্মসূত্রে জিউ ছিলেন। বিয়ের পর ধর্মান্তরিত হন। যদিও তাঁর ইচ্ছে ছিল শেষকৃত্য যাতে জরাস্ট্রিয়ান মতে হয়। তাঁর তিন সন্তান সুজ়ান, জ়ায়েদ ও ফরাহ মায়ের সেই ইচ্ছেই পূরণ করলেন।
দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তিন ভাইবোন। সুজ়ানের দুঃসময়ে পাশে ছিলেন প্রাক্তন স্বামী হৃতিক রোশন। ছিলেন হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা ও সুজ়ানের প্রেমিক আরসালানও।