নতুন বাবা-মা ভিকি কৌশল, ক্যাটরিনা কইফ। ফাইল চিত্র।
বলিউডে একের পর এক অভিনেত্রীর মা হওয়ার খবর। ৭ নভেম্বর পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। শুক্রবার সুখবর ভাগ করে নিতে ভিকি সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’’ জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। অভিনেত্রী ও সন্তান কেমন আছে?
হাসপাতাল সূত্রের খবর, ক্যাটরিনা ও তাঁর ছেলে দুজনেই ভাল আছে। তবে এখনই অভিনেত্রী বাড়ি যেতে পারবেন কি না সেই বিষয় নিশ্চিত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। নভেম্বর মাস কৌশল পরিবারের জন্য খুশির মাস। কিছু দিন আগেই ভিকি তাঁর মায়ের জন্মদিন উদ্যাপন করেছেন। ৩ নভেম্বর ছিল বীণা কৌশলের জন্মদিন। ভিকি বরাবরই সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর মায়ের খুব কাছের। মায়ের জন্মমাসেই সন্তান এসেছে। তাই ভিকির অনুরাগীরা মনে করছেন, নভেম্বর মাসটা আরও বিশেষ হয়ে উঠবে কৌশল পরিবারের জন্য। ক্যাটরিনার ছেলে হওয়ার খবর প্রকাশ্যে আসতে দেওর সানি কৌশল লেখেন, “আমি কাকা হয়ে গেলাম।” ভিকি আগেই জানিয়েছেন সন্তান জন্মের পর তিনি নাকি এখন বেশ কিছু দিন আর বাড়ির বাইরে যাবেন না।