Katrina Kaif-Vicky Kaushal

৭ নভেম্বর ভূমিষ্ঠ হল ক্যাটরিনা ও ভিকির সন্তান! ছেলের জন্মতারিখের নেপথ্যেও রয়েছে বিশেষ কারণ?

পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা ও ভিকি। নেটাগরিকের চোখ কিছুই এড়ায় না। তাঁদের মতে, নভেম্বর মাস বরাবরই কৌশল পরিবারের কাছে বিশেষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৯:৫১
Share:

ভিকি-ক্যাটরিনার সন্তানের জন্মতারিখেও রয়েছে চমক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জল্পনা চলছিল বহু দিন ধরেই। অবশেষে ৭ নভেম্বর ভূমিষ্ঠ হল ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের সন্তান। কেন এই তারিখেই জন্ম নিল তারকাদম্পতির সন্তান? তার পিছনেও নাকি আছে বিশেষ কারণ।

Advertisement

নেটাগরিকের চোখ কিছুই এড়ায় না। তাঁদের মতে, নভেম্বর মাস বরাবরই কৌশল পরিবারের কাছে বিশেষ। কিছু দিন আগেই ভিকি তাঁর মায়ের জন্মদিন উদ্‌যাপন করেছেন। ৩ নভেম্বর ছিল বীণা কৌশলের জন্মদিন। ভিকি বরাবরই সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর মায়ের খুব কাছের। মায়ের জন্মমাসেই সন্তান এসেছে। তাই ভিকির অনুরাগীরা মনে করছেন, নভেম্বর মাসটা আরও বিশেষ হয়ে উঠবে কৌশল পরিবারের জন্য।

জন্মতারিখেও এক বিশেষ দিক খুঁজে পেয়েছেন নেটাগরিক। আজকাল অনেকেই সংখ্যাতত্ত্বে বিশ্বাসী। প্রতিটি সংখ্যার নাকি বিশেষ অর্থ থাকে। ক্যাটরিনা ও ভিকি দু’জনের জন্যই বিশেষ শুভ সংখ্যা ৭। ক্যাটরিনার জন্ম ১৬ জুলাই, ভিকির জন্ম ১৬ মে। ১ ও ৬ যোগ করলে ফল হয় ৭। অর্থাৎ দু’জনেরই জন্মসংখ্যা ৭। একই ধারা বজায় রাখল সংসারে আসা নতুন অতিথি। তাই মা, বাবা ও সন্তান তিন জনেরই শুভ সংখ্যা ৭।

Advertisement

উল্লেখ্য, শুক্রবার সুখবর ভাগ করে নিতে ভিকি সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’’ জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।” কিছু দিন আগে ভিকি নিজেও এক সাক্ষাৎকারে এই সুখবর নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেছিলেন, “অপেক্ষায় আছি সন্তানের। সত্যিই এটা একটা আশীর্বাদের মতোই। এই সময়টা খুবই উত্তেজনার। আর মাত্র কিছু দিনের অপেক্ষা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement