Hina Khan on AQI

‘প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, সঙ্গে প্রবল কাশি’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেই ফের কোন অসুখে আক্রান্ত হিনা খান?

২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রথম জানিয়েছিলেন হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১২:৫৯
Share:

অসুস্থ হিনা খান? ছবি: সংগৃহীত।

ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন ল়ড়াই করেছেন হিনা খান। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, চিকিৎসা চলছে তাঁর। কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে প্রবল শ্বাসকষ্ট। যন্ত্রণার কথা ফের নিজের সমাজমাধ্যমে তুলে ধরলেন হিনা।

Advertisement

দিন দিন বাতাসের গুণমান সূচক (একিউআই) ভয় ধরাচ্ছে মানুষের মনে। বায়ুদূষণের জেরে অসুস্থও হচ্ছে মানুষ। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন হিনা খান। বাতাসের গুণমান খারাপ হওয়ার জেরে শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। মুম্বইয়ের একিউআই পৌঁছেছে ২০৯-তে, যা অত্যন্ত ক্ষতিকর। তাই হিনা লিখেছেন, “এটা কী হচ্ছে? নিঃশ্বাসও নিতে পারছি না। এই জন্য বাড়ির বাইরে গিয়ে কোনও কাজও করতে পারছি না। অনবরত কাশি হচ্ছে। বিশেষ করে সকালের দিকে বেশি সমস্যা হচ্ছে।”

২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রথম জানিয়েছিলেন হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। অস্ত্রোপচার ও কেমো নেওয়ার পরে শারীরিক অবস্থার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।

Advertisement

ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতেই কাজে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। ছোটপর্দার রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে স্বামী রকি জয়সওয়ালের সঙ্গে নিয়মিত দেখা যায় তাঁকে। ক্যানসার আক্রান্ত অবস্থাতেই রকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

‘পতি পত্নী অউর পঙ্গা’ অনুষ্ঠানে প্রায়ই নানা ক্ষোভ উজাড় করেন হিনা খান। একটি পর্বে তিনি বলেছিলেন, “আমি কাজ করতে চাই। কেউ আমাকে সরাসরি বলেননি, ‘তুমি এখনও পুরোপুরি সুস্থ নও’। কিন্তু আমি বুঝতে পারি, মানুষ ইতস্তত করছে আমার অসুস্থতার কারণে।” তবে তিনি এই অস্বস্তির কারণ বুঝতে পারছেন। কিন্তু, অসুস্থতা পেরিয়ে তিনি ফের কাজে যোগ দিতে চান, তা বার বার জানিয়েছেন হিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement