Hina Khan

‘যত শিক্ষিত হাবভাব, সব ক্যামেরার জন্য’! হিনার কারণে কতটা অসুখী, ফাঁস করলেন অভিনেত্রীর শাশুড়ি

রকি বলেছিলেন, প্রতি জন্মে স্ত্রী হিসাবে হিনাকেই চান। যদিও, বৌমাকে নিয়ে নাকি খুব একটা খুশি নন হিনার শাশুড়ি। রকির মায়ের কোন কথা শুনে চক্ষু চড়কগাছ হিনার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫
Share:

হিনাকে নিয়ে কী বললেন শাশুড়ি? ছবি: সংগৃহীত।

মাস কয়েক আগে বিয়ে করেছেন অভিনেত্রী হিনা খান। একইসঙ্গে চলছে তাঁর ক্যানসারের চিকিৎসা। আগের তুলনায় অনেকটাই সুস্থ তিনি। হিনার এই সফরে সর্ব ক্ষণ পাশে ছিলেন স্বামী রকি। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিটি জন্মে স্ত্রী হিসেবে হিনাকেই চান। যদিও, বৌমাকে নিয়ে নাকি খুব একটা খুশি নন হিনার শাশুড়ি। রকির মায়ের কোন কথা শুনে চোখ কপালে হিনার?

Advertisement

ছোটপর্দার একটি অনুষ্ঠানে এসে পুত্রবধূকে নিয়ে আগেই বোমা ফাটিয়েছেন রকির মা, যা শুনে রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়ে হিনার। শাশুড়ির অভিযোগ, পুত্রবধূ নাকি রান্নার কিছুই জানেন না। রান্নাঘরের সঙ্গে কোনও সম্পর্কই নেই তাঁর। অথচ খাবারে নুন বা মিষ্টি কমবেশি হলে নাকি মেজাজ বিগড়ে যায় তাঁর। এখন আবার হিনার শাশুড়ির দাবি, পর্দায় যতটা মার্জিত সংসারী মেয়ে হয়ে থাকেন হিনা, বাস্তবে নাকি তেমন একেবারেই নন।

ছোটপর্দায় হিনা অভিনীত ‘অক্ষরা’ চরিত্রটি এখনও দর্শকের হৃদয়ে গেঁথে আছে। অভিনেত্রীর জনপ্রিয়তা শুরু হয়েছিল এই চরিত্রের মাধ্যমেই। রকির মা জানান, টিভিতে হিনাকে এমন রূপে দেখে ভেবেছিলেন বাস্তবেও হয়তো খুব শান্ত, নম্র, মার্জিত হবেন তিনি। পরে নাকি সেই ভুল ভাঙে হিনার শাশুড়ির। নিজের মায়ের মুখে স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য শুনে তত ক্ষণে মুখের ভাব বদলে গিয়েছে রকির। বিস্ফারিত চোখে শাশুড়ির দিকে তাকিয়ে আছেন হিনা। আশেপাশে সকলে সান্ত্বনা দিচ্ছেন তাঁকে। রকি এসে প্রকাশ্যে হিনার কাছে ক্ষমাও চেয়ে নেন। তবু হিনার যেন ঘোর কাটছে না। শাশুড়ি যে এমন কিছু বলবেন, তা হয়তো আন্দাজ করতে পারেননি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement