কী পদক্ষেপ নিতে চলেছেন সামান্থা? ছবি: সংগৃহীত।
নাগ চৈতন্যের সঙ্গে রূপকথার মতো বিয়ে সেরেছিলেন সামান্থা। যদিও মাত্র ৪ বছরেই সেই সংসার ভাঙে। বিচ্ছেদের বছর দুয়েকের মধ্যে অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন নাগ। দু’জনে যে চুটিয়ে সংসার করছেন তার প্রমাণ মেলে সমাজমাধ্যমের পাতায়। এ বার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সামান্থাও? কোন ইঙ্গিত দিলেন?
এর আগে সামান্থা প্রকাশ্যে জানিয়েছিলেন যে, মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সেখানে আর কারও জায়গা নেই। কিন্তু প্রেম কি কখনও বলে কয়ে আসে! যে সামান্থা মনের দরজায় খিল দিয়েছিলেন, তাঁর মনের নাগাল পেলেন বলিউডের খ্যাতনামী পরিচালক রাজ নিদিমোরু? আজকাল সামান্থা যেখানেই যাচ্ছেন সঙ্গে দেখা যাচ্ছে রাজকে। কখনও একসঙ্গে তাঁরা তিরুপতির মন্দিরে, কখনও আবার বিমানে রাজের কাঁধে মাথা রাখার ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা নিজেই। এ বার কি তা হলে, রাজেরই হাত শক্ত করে ধরলেন অভিনেত্রী!
শোনা যাচ্ছে, নাগ দ্বিতীয় বার বিয়ে করার পর নিজের সম্পর্কে নাকি সিলমোহর দিতে উতলা হয়ে পড়েছেন সামান্থা। অন্দরের খবর, জনপ্রিয় রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই একসঙ্গে পর পর কাজও করছেন তাঁরা। গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছে সামান্থাকে। শুধু তা-ই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজ়নেও অভিনয় করেন সামান্থা। এ বার নিজের সমাজমাধ্যমের পাতায় দুটো হাত শক্ত করে ধরে রাখার ছবি দিলেন সামান্থা। অনুরাগীরা আশায়, খুব শীঘ্রই সুখবর দেবেন অভিনেত্রী। নাগের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক বার জনসমক্ষে ভেঙে পড়তে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সামান্থাকে নিয়ে এক প্রকার উদ্বেগে ছিলেন তাঁর ভক্তরা। এ বার যেন খানিক স্বস্তিতে অনুরাগীরা।