Entertainment News

ষাটের গণ্ডি পার করে নবম বার বাবা হলেন এই হলিউড অভিনেতা

বন্দুক হাতে তিনি বরাবরই মাত করেছেন সিলভার স্ক্রিনে। কিন্তু আর এক দিক দিয়েও বাজিমাত করলেন হলিউড অভিনেতা মেল গিবসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১১:১০
Share:

হলিউড অভিনেতা মেল গিবসন

বন্দুক হাতে তিনি বরাবরই মাত করেছেন সিলভার স্ক্রিনে। কিন্তু আর এক দিক দিয়েও বাজিমাত করলেন হলিউড অভিনেতা মেল গিবসন।

Advertisement

জামাকাপড় বদলানোর ধাঁচেই কিছুটা জীবনসঙ্গী বদলে থাকেন এই অভিনেতা। সকলের সঙ্গে যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তা নয়। কিছু দিন আগেই ২৬ বছর বয়সী রোজালিন্ড রসকে বিয়ে করেন ৬১ বছরের এই অভিনেতা। আর এ বার রোজালিন্ড একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রাখা হয়েছে লার্স জেরার্ড গিবসন। মেল-এর পুত্র-কন্যাদের তালিকায় লার্সের স্থান নবমে।

রোজালিন্ড-এর মতে, মেল বাবা হিসাবে খুবই দায়িত্ববান। এবং তাঁরা এই খুশির দিনটার জন্য স্বাগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর কথায়, ‘‘গত দু’বছর আমাদের জীবনের অন্যতম সেরা সময়।’’

Advertisement

গোল্ডেন গ্লোব পুরস্কারের রেড কার্পেটে মেল গিবসন ও রোসালিন্ড রোস

রোজালিন্ড-এর এটিই প্রথম সন্তান। অন্য দিকে ‘লেথাল উইপন’ স্টার অর্থাৎ মেল-এর নবম সম্তান লার্স। ১৭ থেকে ৩৬ বছরের ব্যবধানে মেল-এর ৭ জন সন্তান আছে। ৩০ বছর ধরে প্রাক্তন স্ত্রী রোবিন মুরের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন মেল। আর সাত সন্তানই সেই পক্ষের। ২০০৬ সালে বিচ্ছেদ হয় এই জুটির। তবে ডিভোর্সের জন্য হলিউডের রেকর্ড সংখ্যক খোরপোশ দিতে হয়েছিল মেলকে। ২০০৯-এ অকসানা গ্রিগোরিভা নামে এক মহিলার সঙ্গেও সম্পর্ক হয় এই অভিনেতার। আর সেই পক্ষের ছিল একটি মেয়ে, নাম লুসিয়া।

আরও পড়ুন: কাবিলে হৃতিক অসাধারণ, ছবি দেখে টুইট করলেন অক্ষয় কুমার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement