Honey Singh

ফের প্রেমে পড়েছেন হানি সিংহ! ‘প্রেমিকা’কে আগলে নিলেন বাহুডোরে, কে সেই রহস্যময়ী?

একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে হানির প্রেম নিয়ে। কিন্তু কে সেই প্রেমিকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৮
Share:

হানি সিংহ ফের প্রেমে পড়লেন? ছবি: সংগৃহীত।

প্রেমে পড়েছেন হানি সিংহ। একাধিক বার তাঁর নাম জড়িয়েছে নানা বিতর্কে। কখনও মাদক, কখনও বা তাঁর গানের কথা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এ সব বাদ দিয়ে এবার তিনি প্রেমের জন্য চর্চায় উঠে এলেন।

Advertisement

প্রেমিকার জন্মদিনে কেক কাটা পর্ব চলছে। তাঁর পাশে দাঁড়িয়ে জন্মদিনের উদ্‌যাপনে যোগ দিয়েছেন র‌্যাপার। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে হানির প্রেম নিয়ে। কিন্তু কে সেই প্রেমিকা? জানা গিয়েছে এই মহিলা আসলে মিশরের এক মডেল। তাঁর নাম এমা বাকর।

বৃহস্পতিবার রাতে হানি নিজেই জন্মদিনের একটি ভিডিয়ো ভাগ করে নেন। সেখানে দেখা যায়, এমার জন্য এক বিলাসবহুল রেস্তরাঁয় বিশেষ চমকের আয়োজন করেছেন হানি। কেক কাটার পরে নিজের বাহুডোরে এমাকে আগলে নেন হানি। দু’জনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত, প্রেমেই পড়েছেন র‌্যাপার। রেস্তরাঁতেও পাশাপাশি বসেছিলেন দু’জনে। জন্মদিনের ভিডিয়ো ভাগ করে নিয়ে হানি তাঁর প্রেয়সীকে ‘ক্লিয়োপেট্রা’ বলে সম্বোধন করেছেন।

Advertisement

এর আগে শালিনী তলওয়ারের সঙ্গে বিবাহিত ছিলেন হানি সিংহ। টানা ১১ বছর সংসার করার পরে ২০২২ সালে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। তার পরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে ছিলেন হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তাঁর নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement