অনুপমের জামাই আদর। ছবি: ফেসবুকের সৌজন্যে।
‘‘জামাইষষ্ঠীতে আলাদা কোনও প্ল্যান নেই। হ্যাঁ, শ্বশুরবাড়ি যাব। কিন্তু, সারা দিন হয়তো থাকতে পারব না। একটা বেলা ফ্রি থাকার চেষ্টা করব। আসলে এটাই আমার প্রথম বছরের জামাইষষ্ঠী। তাই এ বার থেকেই অভিজ্ঞতার শুরু।’’— এটাই ছিল প্রি-জামাইষষ্ঠী অনুপম রায়ের কোট। মুম্বই থেকে ফোনে এমনটাই জানিয়েছিলেন। আর অনুষ্ঠানের দিন তিনি কেমন ভাবে সেলিব্রেট করলেন জানেন? সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করছেন খোদ গায়ক।
টেবিলে সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছেন অনুপমের শাশুড়ি লতা চক্রবর্তী। রয়েছে জামাইয়ের পছন্দের সব প্রিপারেশন। এ বারই তাঁর প্রথম জামাইষষ্ঠী। তাই আদরের কোনও ত্রুটি নেই। ছবিটি পোস্ট করে অনুপম ক্যাপশনে লিখেছেন, ‘জামাইষষ্ঠীর পেটপুজো! লতা চক্রবর্তী রক্স।’
আরও পড়ুন, সেলেব জামাইদের তিনকাহন