আইফা-র মঞ্চে বলিউডি ফ্যাশন

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর (আইফা) ফ্যাশন সরণিতে নজর কাড়লেন কারা? ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর (আইফা) ফ্যাশন সরণিতে নজর কাড়লেন কারা?

Advertisement
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ০১:২৮
Share:

আলিয়া ভট্ট

আলিয়া ভট্ট:

Advertisement

শিয়ার এখন ফ্যাশনে ইন। মণীশ মলহোত্রের হাল্কা রঙের লেহঙ্গায় আলিয়াকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল। লম্বা হাতার এই পোশাকের প্লাঞ্জিং নেকলাইনই কিন্তু আসল ইউএসপি। আলিয়া সেটা দিব্যি ক্যারি করছিলেনও। চুল বেঁধেই রেখেছিলেন নায়িকা। অ্যাকসেসরি বলতে স্রেফ কানে ভারী দুল।

তাপসী পান্নু:

Advertisement

‘পিঙ্ক’ নয়, আইফা-র জন্য কোমল সুদের রেড গাউন বেছেছিলেন তাপসী পান্নু। অফ শোল্ডার গাউনের সঙ্গে লাল টিপ পরে ফ্যাশন সরণি মাত করলেন। কানের দুল বা হাতের আংটি ছাড়া আর কোনও অ্যাকসেসরি ব্যবহারই করেননি তাপসী। সঙ্গে রেড লিপস একদম পিকচার পারফেক্ট।

কৃতী শ্যানন:

অফ শোল্ডার সাহসী গাউনে কৃতী শ্যাননকে দেখাচ্ছিল বেশ মিষ্টি। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতের জন্য মার্ক বামগার্নারের পোশাক বেছেছিলেন কৃতী। চুল খোলা রেখেছিলেন। বেঁধে রাখলে তাঁর বোল্ডনেস কিন্তু আরও খোলতাই হতো!

ক্যাটরিনা কাইফ:

তিনি যা পরেন, তাতেই মানিয়ে যায়। আইফা-র জন্য আবু জানি সন্দীপ খোসলার পোশাক বেছেছিলেন ক্যাটরিনা। সোনালি-লালের মিশেল সব সময় গ্ল্যামারাস। ক্যাটও রেড লিপস আর মিনিম্যাল অ্যাকসেসরিজে আস্থা রেখেছিলেন। তবে এক্সপেরিমেন্টাল কিছু পরতে পারতেন ক্যাট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement