Entertainment News

‘আমি গর্ভবতী হব কিনা, তোমরা বলার কে?’

প্রেগন্যান্ট হওয়া যাবে না, তা হলেই নাকি কনট্র্যাক্ট বাতিল! হ্যাঁ ঠিক এমন ভাবেই হুমকি দেওয়া হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে। এতদিনে সে রহস্য ফাঁস করলেন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ১৪:২৫
Share:

প্রেগন্যান্ট হওয়া যাবে না, তা হলেই নাকি কনট্র্যাক্ট বাতিল! হ্যাঁ ঠিক এমন ভাবেই হুমকি দেওয়া হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে। এতদিনে সে রহস্য ফাঁস করলেন নায়িকা।
ঘটনাটি ঠিক কী?
বছর দু’য়েক আগের কথা। প্রিয়াঙ্কা চোপড়ার কাছে এমন একটি অফার এসেছিল। যেখানে তাঁকে বলা হয়েছিল, যত দিন চুক্তির মেয়াদ ততদিন প্রিয়াঙ্কা প্রেগন্যান্ট হতে পারবেন না! সন্তানসম্ভবা হলেই চুক্তি বাতিল হয়ে যাবে। চুক্তির এমন শর্ত শুনে নাকি খুব রেগে গিয়েছিলেন পিগি চপস। সম্প্রতি কোয়ান্টিকোর সেটে সাক্ষাৎকার দিতে গিয়ে এই তথ্য শেয়ার করেছেন নায়িকা।
প্রিয়ঙ্কার কথায়, ‘‘অসুস্থ বা ওভারওয়েট নয়, শুধু প্রেগন্যান্ট হলেই বলেছিল চুক্তি বাতিল! আমি গর্ভবতী হব কিনা, তোমরা বলার কে? ওরা ভয় পেয়েছিলেন গর্ভবতী হলে আমি কাজ শেষ করতে পারব না। আমিও সে চ্যালেঞ্জ নিয়ে বলেছিলাম, প্রেগন্যান্ট হলেও আমি কাজ শেষ করব। আর তা না হলে চুক্তি বাতিল করবেন। আর যদি পারি, তা হলে চুক্তি বাতিল করব আমি।’’

Advertisement

আরও পড়ুন, অভিষেক নন, আরাধ্যার বাবা রণবীর কপূর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement